সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে ইউরোপের ছয়টি দেশে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। পুরুষের তুলনায় নারীদের শতকরা হার অনেক বেশি। জনসংখ্যার ভারসাম্যের এমন তারতম্য চিন্তার ভাজ ফেলেছে দেশগুলোর মানুষের কপালে।
ইউরোপের দেশগুলো হল ইউক্রেন, লিথুয়ানিয়া, আর্মেনিয়া, বেলারুশ, রাশিয়া এবং লাটভিয়া। উক্ত দেশগুলোতে নারীদের চেয়ে পুরুষের গড় আয়ু কমে যাওয়ার কারনে সেখানে তৈরি হয়েছে ভারসাম্যহীনতা।
তুলনামূল সংখ্যা বিশ্লেষণ করে দেখা যায় ইউক্রেনে প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৫.৮৭। লিথুয়ানিয়ায় প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৭.২। আর্মেনিয়ায় প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৫.৫। বেলারুশে প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৫.২। রাশিয়ায় প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৫.৩। এবং লাটভিয়ায় প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৮.০। এই সংখ্যা বিচার করলে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে লাটভিয়া।
অন্যদিকে লাটভিয়ার অর্থনীতির ধারা পরিবর্তন হয়েছে কেবল মাত্র দুই দশক পার হয়েছে। একটা সময় সমাজতান্ত্রিক রাষ্ট্র থাকলেও বর্তমানে দেশটিতে চালু হয়েছে পুঁজিবাদ। সেই হিসেবে পুরুষরা আরও পিছিয়ে গেছে নারীদের থেকে। কর্মক্ষেত্রে নারীরা নিজেদের অংশগ্রহণ উর্ধ্বমুখী করতে পারলেও পুরুষরা গেছে পিছিয়ে। ফলে এখানেও নতুন সঙ্কট তৈরি হতে পারে।
লাটভিয়াী বিশ্ববিদ্যালয়গুলোতেও সেই অসামঞ্জস্যতার প্রমান পাওয়া যায়। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীর সংখ্যা ৫০ শতাংশেরও বেশি। দেশটির জনসংখ্যা নিয়ে সমাজবিজ্ঞানী বাইবা জানান জনসংখ্যার এমন বেহাল দশার জন্য বেশ কিছু কারন দায়ী রয়েছে। যেখানে তিনি বলেন পুরুষদের স্বাভাবিক মৃত্যুর চেয়ে আত্মহত্যায় মৃত্যুর সংখ্যা চারগুন বেশি।
তার ভাষ্য, ‘’এইসব দেশগুলোতে মেয়েরা যে বয়সে সংসার গড়ার জন্য তৈরী হয় সেই বয়সে দেখা যায় ছেলেরা হয় মারা যাচ্ছে নয়তো আত্মহত্যা করছে। আর এই আত্মহত্যার সংখ্যা হচ্ছে তাদের স্বাভাবিক মৃত্যুর চারগুণ।
নারী-পুরুষের ভারসাম্যহীনতা প্রথম বোঝা যায় ৩০ থেকে ৪০ বছর বয়েসীদের মধ্যে – কারণ ঐ বয়সে যে‘কজন মেয়ে মারা যাচ্ছে – তার চেয়ে তিনগুণ বেশী মারা যাচ্ছে ছেলেরা। এর অর্থ হচ্ছে, ঐ বয়েসীদের মধ্যে গাড়ী দুর্ঘটনা, মাদকাসক্তি, কর্মস্থলে দুর্ঘটনা ইত্যাদির ক্ষেত্রে মেয়েদের চেয়ে ছেলেদের ঝুঁকি বেশী।‘’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন