মায়ের কবরের পাশেই সমাহিত হচ্ছেন প্লেব্যাক কিংবদন্তি গায়ক এন্ড্রু কিশোর। তার পরিবারের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে এ তথ্য।
এন্ড্রু কিশোরের বোন জামাতা প্যাট্টিক বিপুল বিশ্বাস জানিয়েছেন, দেশে করোনা পরিস্থিতির কারণে তার মরদেহ ঢাকায় নেওয়া হবে না। এছাড়া এ শিল্পীর শেষ ইচ্ছে ছিলো মায়ের কবরের পাশেই সমাহিত হওয়ার।
সোমবার সন্ধ্যায় জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোনের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা শিল্পী এন্ড্রু কিশোরের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।
গুণী এই শিল্পীর মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে গভীর শোক নেমে এসেছে। এন্ড্রু কিশোরের বোনজামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস জানিয়েছেন, মৃত্যুর আগে এন্ড্রু কিশোর বলে গেছেন তাকে যেন মায়ের পাশেই সমাহিত করা হয়। সেই ইচ্ছায়ই মায়ের পাশেই তাকে সমাহিত করার প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে তাকে কখন সমাহিত করা হবে সে সময় এখনও নিশ্চিত হয়নি।
তিনি জানান, বর্তমানে শিল্পীর মরদেহ রাজশাহীর একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মঙ্গলবার সব আনুষ্ঠানিকতা শেষে তাকে তার মায়ের পাশে সমাহিত করা হবে।
সূত্রঃ জুম বাংলা
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন