অলিখিতভাবে ধারনা করা হয় চীনের উহান থেকেই ছড়িয়েছে করোনা নামক প্রাণঘাতী ভাইরাস। মানবজাতীকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে কেড়ে নিয়েছে লক্ষাধিক প্রাণ। অতি দ্রুত সংক্রমণকারী এই ভাইরাস থেকে মানবজাতীকে রক্ষার জন্য বিজ্ঞানীদের রাতের ঘুম হারাম। কখন ত্রাতা হয়ে আবির্ভূত হবে সেই ভ্যাকসিন সেটার অপেক্ষার প্রহর গুনছে গোটা বিশ্ব।
বর্তমান সময়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে শতাধিক গবেষণা প্রতিষ্ঠান। কোনো প্রতিষ্ঠান প্রাথমিক ধাপে থাকলেও কোনোটি আবার তৃতীয় ধাপের কাজ শুরুর দ্বারপ্রান্তে।
ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তৃতীয় ধাপের ট্রায়ালের কাজ সফলভাবে সম্পন্ন হলেই বাজারে আসতে পারে তাদের ভ্যাকসিন। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মহামারী গবেষক অধ্যাপক সুনেত্রা গুপ্তের মতে এই ভ্যাকসিন আবিস্কার হলেও সবার জন্য সেটার প্রয়োজন পড়বে না।
অর্থাৎ, করোনায় আক্রান্ত সকল ব্যক্তি ভ্যাকসিন না নিয়েই সুস্থ হয়ে যাবেন। শুধু তাই নয় সংক্রমন ঠেকাতে দীর্ঘমেয়াদি পরিকপ্লনা হিসেবে লকডাউনও কোনো কার্যকরী ব্যবস্থা নয় বলে জানিয়েছেন প্রফেসর রিওপেন হিসেবে পরিচিত সুনেত্রা গুপ্ত।
ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি জানান যারা শারীরিকভাবে রুগ্ন নন ক্ষেত্রে এটা খুব গুরুতর কিছু নয়। তার ভাষ্য, ‘’আমরা এখন পর্যন্ত যা দেখেছি তাতে শারীরিকভাবে সুস্থ, বয়স্ক অথবা রুগ্ন নন অথবা শরীরে বড় ধরনের কোনও রোগ অথবা কোমরবিডিটি নেই তাদের ক্ষেত্রে এই ভাইরাস সাধারণ জ্বরের চেয়ে উদ্বেগজনক কিছু নয়।‘’
শুধু তাই নয়, করোনার এই ভ্যাকসিনটি কেবলমাত্র গুরুতরভাবে অসুস্থ মানুষদের ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। করোনা নিয়ে অতিমাত্রায় আতঙ্কতি না হয়ে সাধারণ রোগের মতই চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব এবং মানুষের মনের ভীতি দূর করাটাও জরুরি বলে মনে করেন তিনি।
করোনার ভ্যাকসিন আবিস্কার সহজ হবে বলে দাবি কর তিনি আরও জানান, ‘’ আমি মনে করি করোনায় মৃত্যুর হার অন্য ইনফ্লুয়েঞ্জার তুলনায় কম। আর এর প্রতিষেধক তৈরিও সহজ হবে। গরমকাল শেষ হওয়ার আগেই আমার ধারণা প্রতিষেধক যে কাজ করছে তার যথেষ্ট প্রমাণ হাতে আসবে। অনেক দেশ সফলভাবে লকডাউন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে এবং এখন তারা ভাইরাসের পুনরুত্থান দেখছে।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন