সাবেক মন্ত্রী ও শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এটিএম গিয়াস উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উনি (গিয়াস উদ্দিন) করোনা আক্রান্ত ছিলেন। কিন্তু গত এক সপ্তাহ আগে পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। এরপর গতকাল রাতে গ্রিন লাইফ হাসপাতালে মারা যান।
শ্যামা ওবায়েদ আরও বলেন, শনিবার বাদ জোহর জানাজা শেষে মোহাম্মদপুরের একটি কবরস্থানে তাকে দাফন করা হবে।এদিকে এটিএম গিয়াস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শায়রুল কবির জানান, গিয়াস উদ্দিন জ্বর ও ডায়াবেটিস সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শনিবার (৪ জুলাই) জোহরের নামাজের পর মোহাম্মদপুর তাজমহল রোড জামে মসজিদে নামাজের জানাজা শেষে তাজমহল রোড করবস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ শোক জানিয়েছেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন