অভিনেতা সুশান্ত সিং রাজপুত এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ১৯ দিন হয়ে গেছে। অনেকেই বলছেন তাকে হত্যা করা হয়েছে। এবার সুশান্ত সিং রাজপুত ফ্যান ক্লাবের ইনস্টাগ্রাম পেজে কিছু স্ক্রিনশট পোস্ট করা হয়েছিল যা হত্যার দাবি আরও জোরদার করে। এমনকি এই স্ক্রিনশটও দাবি করেছে যে সুশান্তকে তার ‘ঘনিষ্ঠ বন্ধু’ সন্দীপ সিং নিজেই হত্যা করেছিলেন!
স্ক্রিনশটে অবন্তিকা সিং নামে এক মহিলা সুশান্তকে কীভাবে হত্যা করা হয়েছিল তা বিশদভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছিলেন যে বলিউড ইন্ডাস্ট্রির একজন সেলিব্রিটি তাঁর বন্ধু। সেই বন্ধু তাকে জানিয়েছিল যে সুশান্তের প্রাক্তন ব্যবস্থাপক দিশার সাথে অভিনেতা সুরজ পাঁচোলির গোপন সম্পর্ক ছিল। সুশান্ত ছাড়া আর কেউ জানত না কারণ দিশা সুশান্তের খুব কাছের ছিল।
ঘটনাচক্রে, দিশা গর্ভবতী হয়েছিলেন। সুরজ যেমন অভিনেত্রী জিয়া খানকে গর্ভপাত করতে বাধ্য করেছিলেন, তেমনি তিনি দিশাকেও একইভাবে চাপ দিতে থাকলেন। তবে দিশা তা করতে রাজি হননি এবং তিনি সুশান্তকে বিশদটি জানিয়েছেন। এই বিষয়ে দিশাকে পুরোপুরি সমর্থন করেন সুশান্ত।
একদিন সুশান্তের সঙ্গে দিশা ফোনে কথা বলছিলেন। সেই সময়ে সুরজ পাঞ্চোলি দিশার ফ্ল্যাটে আসেন এবং দিশা ফোন রেখে দেন। এরপরে সন্দীপ সিং সুশান্ত কে ফোন করে জানান যে দিশা তাঁর ১৫ তলা অ্যাপার্টমেন্ট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এটা কি আদেও আত্মহত্যা ছিল বলে প্রশ্ন তুলেছেন অবন্তিকা।
সুশান্ত এ বিষয়ে চুপ করে থাকার লোক ছিল না। তিনি সুরজ পাঁচোলির বিরুদ্ধে কণ্ঠ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং তিনি তার পুরো বান্ধবী রিয়া চক্রবর্তী এবং বন্ধু সন্দীপ সিংয়ের সাথে পুরো ঘটনাটি নিয়ে আলোচনা করেছিলেন।
রিয়া পুরো ঘটনাটা মহেশ ভাটকে জানান। অন্যদিকে সুরজ পাঞ্চোলির গুপ্তচর হিসেবে কাজ করা যায় পুরো ঘটনাটি সুরজকে জানান। এরপরে ঠান্ডা মাথায় সবাই মিলে সুশান্তকে খুন করেন এবং এই ঘটনাটিকেও আত্মহত্যা বলেই প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। ওই স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে অবন্তিকা বলছেন খুনটা করেছেন সন্দীপ সিং নিজের হাতে, পরোক্ষভাবে সাহায্য করেছেন সলমান খান থেকে মহেশ ভাট সকলেই। এর সঙ্গে রাজনৈতিক ও অন্ধকার জগতেরও যোগসাজশ রয়েছে।
স্বাভাবিকভাবেই স্ক্রিনশট প্রকাশ্যে আসার পরেই হইচই পড়ে গিয়েছে সুশান্তের অনুরাগীদের মধ্যে। অনেকেই বলছেন যে সলমান খান ‘ড্রাইভ’ ছবিটি সুরজ পাঞ্চোলিকে দিয়ে করাতে চেয়েছিলেন কিন্তু সেই ছবিতে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। এরপরই সালমান খানের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের মনোমালিন্য সৃষ্টি হয়। তাই স্ক্রিনশটের ঘটনাটি একেবারে মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছেন না সকলেই।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন