শিরোনাম

প্রচ্ছদ /   ঈদের আগে শ্রমিকদের বড় সুখবর দিল শ্রম অধিদপ্তর

ঈদের আগে শ্রমিকদের বড় সুখবর দিল শ্রম অধিদপ্তর

Avatar

শুক্রবার, জুলাই ৩, ২০২০

প্রিন্ট করুন

কুয়েত সরকার শ্রমিকদের অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। শ্রম অধিকার অফিসগুলি সেখানে অবস্থিত কর্মীদের অভিযোগের সমাধানের জন্য লকডাউন বা বিচ্ছিন্ন অঞ্চলে স্থানান্তরিত করা হয়েছে। দেশটির সামাজিক ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী মেরিয়াম আল-আকিলের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এখন থেকে শ্রমিকরা শ্রম দফতরগুলোকে কোম্পানির মালিকদের সাথে বিবাদ, প্রবাসীদের আকামা সমস্যা, বেতন দেরিতে দেয়া, বা বেতন না দেয়া, সুপারভাইজারদের ঘুষ চাওয়া ও আকামার জন্য অতিরিক্ত টাকা নেয়াসহ শ্রম অধিকার সংক্রান্ত যেকোনো অভিযোগ দিতে পারবেন।

কুয়েত সরকারের এই পদক্ষেপে প্রবাসী বাংলাদেশিরা আশাবাদ ব্যক্ত করেছেন। এতে করে ভুক্তভোগী শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা বুঝে পাবেন। এজন্য প্রবাসীরা কুয়েত সরকারের ভূয়সী প্রশংসা করেছেন ও অভিনন্দন জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন