শিরোনাম

প্রচ্ছদ /   নভেম্বর নয় যেই মাসে বাজারে আসছে অক্সফোর্ডের সেই করোনার টিকা

নভেম্বর নয় যেই মাসে বাজারে আসছে অক্সফোর্ডের সেই করোনার টিকা

Avatar

সোমবার, জুন ২৯, ২০২০

প্রিন্ট করুন

প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য বিশ্বজুড়ে রীতিমতো প্রতিযোগিতা চললেও কেউই এখনো কার্যকর সাফল্য পায়নি। তবে এর মধ্যে বড় আশা জাগাচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের উদ্ভাবিত ভ্যাকসিন।

রয়টার্স’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এর সাথে এক ভিডিও কলে আস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী কর্মকর্তা পাসকাল সরিওট জানিয়েছেন, আগামী আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ ক্লিনিক্যাল ট্রায়ালের ফল পাওয়া যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের মধ্যেই এই টিকা সরবরাহ করা সম্ভব হবে।

জানা গেছে, অক্সফোর্ডের এই টিকা প্রায় এক বছরের জন্য এই ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা দেবে। আশা করা হচ্ছে, ২০২০ সালের মধ্যে ভ্যাকসিনটির উন্নয়নকাজ বা বাজারজাতের প্রস্তুতি শেষ হবে।

করোনাভাইরাসের এই ভ্যাকসিন সরবরাহের জন্য এরইমধ্যে আস্ট্রাজেনেকার সঙ্গে প্রাথমিক চুক্তিতে উপনীত হয়েছে ব্রিটেন, আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশ।এরইমধ্যে ভ্যাকসিনটি শুকর এবং বানরদের উপর করা প্রাথমিক পরীক্ষায় ভালো ফলাফল দেখিয়েছে। গবেষকরা আশা করছেন এটি কোভিড -১৯ এর বিরুদ্ধে সুরক্ষা প্রদান করবে।

অন্যদিকে চীনের প্রথম কোম্পানি হিসেবে চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি) বিদেশে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে যাচ্ছে। আর এমনটি হলে বিশ্বে প্রথমবারের মতো সম্ভাব্য করোনাভাইরাস ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হবে।

চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের (সিএনবিজি) তৈরি এ ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল হবে সংযুক্ত আরব আমিরাতে। এ বিষয়ে মঙ্গলবার (২৩ জুন) সিএনবিজি ও আমিরাতি গ্রুপ ৪২-এর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, তাদের এই ভ্যাকসিনের প্রথম দুই ধাপের পরীক্ষা সফল হয়েছে। তবে চীনে করোনার সংক্রমণ কমে আসায় এবার বিদেশে এর তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন