অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ময়’নাত’দন্তের রিপোর্ট প্রকাশ করলো মুম্বাই পুলিশ। রিপো’র্টে স্পষ্ট বলা হয়েছে, গলায় ফাঁ’স লাগার কারণেই দ’মব’ন্ধ হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। তার ভিসেরা সং’র’ক্ষণ করে তা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগেও সুশান্তের পো’স্টম’র্টেম করা হয়েছিল।
সেই রিপো’র্টে তিনজন চিকিৎসক সই করেছিলেন। তবে এবার চূড়ান্ত রিপো’র্টে পাঁচজন চিকিৎসক সই করেছেন। তার ফরেনসিক পরীক্ষার রিপো’র্ট তাড়াতাড়ি দেওয়ার জন্য পুলিশের তরফে একটি চিঠিও গিয়েছে ফরেন্সিক বিভাগে। রিপো’র্টে বলা হয়েছে, সুশান্তের শরীরে কোনও লড়া’ইয়ের চি’হ্ন বা বা’হ্যিক কোনও আঘা’তের চি’হ্ন নেই। তার নখ পরিষ্কার ছিল।
রিপো’র্ট অনুযায়ী এটি স্পষ্ট আত্মহ’ত্যার ঘ’টনা। অন্য কোনও কারণ এর পিছনে নেই। সুতরাং, সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর সুশান্তের মৃত্যুতে যে কারণগুলি উঠে এসেছিল, তার এখনও পর্যন্ত কোনও প্রমা’ণ মিলল না। এই মামলায় এখনও পর্যন্ত মোট ২৩ জনের বক্তব্য রেকর্ড করা হয়েছে। সুশান্ত সিং রাজপুতের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সঞ্জয় শ্রীধর এই ২৩তম ব্যক্তি।
অন্য যাদের বিবৃতি রেক’র্ড করা হয়েছে, তারা হলে সুশান্তের বাবা এবং তিন বোন, বন্ধু সিদ্ধার্থ পিঠানি, ক্রিয়ে’টিভ কন্টে’ন্ট ম্যানেজার, রাঁধুনি, পরিচারক, চাবিওয়ালা, সুশান্তের বিজনেস ম্যানেজার, তার পিআর ম্যানেজার, সুশান্তের প্রথম সিরিয়ালের পরিচালক, বান্ধবী রিয়া চক্রবর্তী, মুকেশ ছাবরা প্রমুখ।
১৪ জুন সুশান্তের মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উ’দ্ধা’র হয় অভিনেতার ঝুল’ন্ত দেহ। কয়েক দিন ধ’রেই বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ ব’ন্ধ করে দিয়েছিলেন অভিনেতা। তাই রবিবার সকালে তারা সুশান্তের ফ্ল্যাটে গিয়েছিলেন। বারবার দরজা ধা’ক্কা দিতেও খোলেননি। বাড়ির পরিচারিকার স’ন্দে’হ হয়। তড়িঘড়ি পুলিশে খবর দেন পরিচারিকা।
এরপরই দরজা ভে’ঙে সুশান্তের মৃ’তদেহ উ’দ্ধা’র করে মুম্বাই পুলিশ। সূ’ত্রের খবর বলছে, অ’বসা’দে ভু’গছিলেন দীর্ঘদিন ধ’রে। বাড়ি থেকে পাওয়া গিয়েছে ডিপ্রে’শনের ওষুধ। সূত্রের খবর, বহুদিন থেকেই হতা’শায় ভু’গছিলেন অভিনেতা। ডাক্তারও দেখাচ্ছিলেন। যদিও এনিয়ে এখনও বিস্তারিত তদ’ন্ত চলছে।
সুত্র : সংবাদ প্রতিদিন
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন