শিরোনাম

প্রচ্ছদ /   বিশ্বের সবাইকে পিছনে ফেলে সেরা উইকেট কিপার ব্যাটসম্যানদের তালিকায় মুশফিক

বিশ্বের সবাইকে পিছনে ফেলে সেরা উইকেট কিপার ব্যাটসম্যানদের তালিকায় মুশফিক

Avatar

শুক্রবার, জুন ৫, ২০২০

প্রিন্ট করুন

২০১৫ সাল থেকে পাঁচ বছরে অনেক পরিবর্তন হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশেষ করে অন্য ফরম্যাটে বাংলাদেশ এখন দূর্দন্ত ক্রিকেট খেলে। বাংলাদেশি ক্রিকেটাররা আগের থেকে এখন অনেকে বেশি পরিশ্রমী। আর এই কঠোর পরিশ্রমের ফল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

বিগত পাঁচ বছর ধরে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা। এদের মধ্যে মুশফিকুর রহিম অন্যতম। বর্তমান সময়ে মুশফিকুর রহিমকে সেরা ব্যাটসম্যান হিসেবে ধরা হয় বাংলাদেশ ক্রিকেট। বিগত পাঁচ বছর একমাত্র টি-টোয়েন্টি হাতে দুই ফরম্যাটেই দুর্দান্ত খেলেছেন মুশফিকুর রহিম।

বর্তমানে মুশফিকুর রহিমের ওয়ানডে তে ব্যাটিং গড় ৩৬.৩১। কিন্তু গত পাঁচ বছরে মুশফিকুর রহিমের ব্যাটিং গড় ৪৭.২২। এছাড়াও টেস্ট ক্রিকেটে অনেক উন্নতি করেছেন মুশফিকুর রহিম।

টেস্টে মুশফিকুর রহিমের ব্যাটিং গড় ৩৬.৭৭ যেখানে গত পাঁচ বছরের হিসাবে মুশফিকুর রহিমের ব্যাটিং গড় ৪৫.৩১। এছাড়াও ক্যারিয়ারের ১৪ টি সেঞ্চুরি মধ্যে এইসময় করেছেন আটটি সেঞ্চুরি যার মধ্যে ৩ টি ডাবল সেঞ্চুরি মধ্যে দুটি করেছেন এই সময়ে।

নিঃসন্দেহে মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা উইকেটকিপার ব্যাটসম্যান।শুধু বাংলাদেশেই নয় মুশফিকুর রহিম ছাড়িয়ে গেছেন ক্রিকেট বিশ্বে। যেখানে এই মুহূর্তে বিশ্বের সেরা ৫ উইকেট কিপার ব্যাটসম্যান এর মধ্যে রয়েছেন মুশফিকুর রহিম।

ক্যারিয়ারে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ২ হাজার বেশি লাল আছে যাদের তাদেরকে নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে উইজডেন। তাতে মোট সুযোগ পেয়েছে ২৩ জন উইকেট কিপার ব্যাটসম্যান। যার মধ্যে তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স এবং রাহুল দ্রাবিড়ের মত উইকেটকিপার ব্যাটসম্যান।

মূলত জাতীয় দলের হয়ে এরা ব্যাটসম্যান হলো মাঝে একটি সময় উইকেটকিপিং করতেন তারা। মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারে রান ৬১৭৪ হলেও শুধু উইকেটকিপার হিসেবে খেলেছেন, এমন ম্যাচের হিসাবে তা দাঁড়ায় ৫৬৩৩ রান। এতেই তালিকার পাঁচ নম্বরে উঠে গেছেন মুশফিক। তালিকায় ১০ হাজারের বেশি রান আছে মাত্র দুই জন ক্রিকেটারের। তারা হলেন মাহিন্দ্র সিং ধোনি এবং কুমার সাঙ্গাকারা।

আসুন দেখে নিই ক্রিকেট বিশ্বে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি রান করেছেন যারা। সবার প্রথমেই রয়েছেন কুমার সাঙ্গাকারা (১৩৩৪১ রান)। দ্বিতীয় নম্বরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (১০৭৭৩ রান) তৃতীয় নম্বরে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট (৯৪১০) দ্বিতীয় নম্বরেও রয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার (৫৮৪৫) পঞ্চম স্থানে রয়েছেন মুশফিকুর রহিম (৫৬৩৩)। ষষ্ঠ স্থানে রয়েছে কুইন্টন ডি কক (৫১৩২) সপ্তম স্থানে রয়েছেন মার্ক বাউচার (৪৬৮০) অষ্টম স্থানে রয়েছেন ব্যান্ডেন ম্যাকালাম (৪০৫৭)।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন