শিরোনাম

প্রচ্ছদ /   ১৩ দফা নির্দেশনা দিয়ে চূড়ান্ত যে সকল প্রজ্ঞাপন দিল মন্ত্রিপরিষদ বিভাগ

১৩ দফা নির্দেশনা দিয়ে চূড়ান্ত যে সকল প্রজ্ঞাপন দিল মন্ত্রিপরিষদ বিভাগ

Avatar

বৃহস্পতিবার, মে ২৮, ২০২০

প্রিন্ট করুন

মরণঘাতি করোনা ভাইরাসের কারণে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ১৫ জুন পর্যন্ত চলাচল সীমিত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার (২৮ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে ১৩ দফা বিভিন্ন স্বাস্থ্য বিধি দেয়া হয়েছে। তা আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত বলবৎ থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, এই নিষেধাজ্ঞাকালে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করা যাবে না। প্রতিটি জেলায় থাকবে চেকপোস্ট। স্কুল কলেজ বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত, চলবে অনলাইনে ক্লাস।

গত রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘মোটকথা স্বাস্থ্যবিধি মেনে, স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন চলবে। গণপরিবহন চলাচলের বিষয়টি আমরা স্থানীয় প্রশাসন থেকে ঠিক করে দেব। গণপরিবহন চালালে তো ঠাসাঠাসি করে চালানো যাবে না। সামাজিক দূরত্ব মেনেই চালাতে হবে। অবশ্যই যাত্রীদের মাস্ক ও গ্লভস ব্যবহার করতে হবে। এগুলো নিশ্চিত করেই মালিকদের গণপরিবহন চলাচলের ব্যবস্থাটা করতে হবে।’

তিনি আরও জানিয়েছেন, বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী নারীরা আপাতত অফিসে আসবেন না। আগামী ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ শে মার্চ সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। পরে দ্বিতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ও চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করা হয়। এরপরও পরিস্থিতির উন্নত না হওয়ায় পঞ্চম দফায় ১৬ মে এবং সর্বশেষ ৩০ মে পর্যন্ত ছুটি বৃদ্ধি করে সরকার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন