ক’রোনাভাই’রাস পরিস্থিতিতে ঈদের আগে মাত্র চারটি কর্মদি’বসের জন্য অফিসগুলো না খুলে সা’ধারণ ছুটির মেয়াদ আ’সন্ন ঈদ-উল-ফিতরের ছুটি পর্যন্ত বাড়ানো হতে পারে। সবমিলিয়ে ছুটি বাড়’তে পারে ৩১ মে পর্যন্ত।
এ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতি’মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত পাইনি। প্রধান’মন্ত্রী ছুটি বিষয়ে যদি সিদ্ধান্ত দেন, তাহলে ঈদ পর’বর্তী সময় নিয়েই সিদ্ধান্ত নিবেন।’
তিনি আরও বলেন, ‘তবে বর্ত’মান সিমটম (উপসর্গ) বা যে অবস্থা, সবকিছু মিলিয়ে তো আমার মনে হয় ছুটি বাড়বে।’ ছুটির বিষয়ে কাল-পরশুর মধ্যে সি’দ্ধান্ত হওয়ার সম্ভাবনা জানান প্রতিমন্ত্রী।
এদিকে, জনপ্রশা’সন মন্ত্রণা’লয়ের কর্মকর্তারা জানান, ঈদের আগেআর মাত্র চারটি কর্মদিবস রয়েছে। সে হিসেবে চারদি’নের জন্য অফিস খুললে আরও সমস্যা হতে পারে। এজন্য ওই চারদিন এবং ঈদের বন্ধসহ ঈদ পরবর্তী সময় পর্যন্ত ছুটি’র ঘোষণা আসতে পারে।
ছুটির ক্যালে’ন্ডার অনুযায়ী, ২১ মে শবে কদরের ছুটি, ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি এবং ২৪ থেকে ২৬ মে পর্যন্ত ঈদের ছুটি রয়েছে।
উল্লেখ্য, ক’রোনাভাই’রাসের সংক্রমণ রোধে সরকারি-বে’সরকারি অফি’সগুলো প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।পরব’র্তীকালে ছুটির মেয়াদ কয়েক দ’ফায় ১৭ মে পর্যন্ত বা’ড়ানো হয়েছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন