সিলেটে ১০ মে থেকে খুলছে না আড়ং, মাহা, শি ও মনোরমসহ নামীদামি ফাশন হাউসগুলো। করোনাভাইরাস পরিস্থিতিতে এসব শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিষ্ঠানের মালিকরা।
দোকানপাট ও শপিংমল বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আগামী ১০ মে থেকে কেনাকাটা করার জন্য সীমিত আকারে দোকানপাট ও শপিংমল খোলার ঘোষণা দিয়েছে সরকার।
তবে করোনা পরিস্থিতিতে সিলেট নগরের ব্যস্ততম নয়াসড়ক ও জেলরোড এলাকার এবং অভিজাত ফ্যাশন হাউসসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। এই এলাকায় অবস্থান, শি, কমলাভান্ডার, মাহা, আড়ং, মনোরম ও পাপাইসহ জনপ্রিয় বেশিরভাগ ফ্যাশন হাউসের।
বৃহস্পতিবার (০৭ মে) নয়াসড়কের ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ফ্যাশন হাউসগুলো না খোলার সিদ্ধান্ত নেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ ও জনগণের স্বার্থে তথা মহামারি করোনাভাইরাস আক্রান্তের পরিসংখ্যান বিবেচনায় নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত সব দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এসব খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন