শিরোনাম

প্রচ্ছদ /   ঢাকা নিউ মার্কেট খোলা নিয়ে এল চূড়ান্ত সিদ্ধান্ত

ঢাকা নিউ মার্কেট খোলা নিয়ে এল চূড়ান্ত সিদ্ধান্ত

Avatar

বুধবার, মে ৬, ২০২০

প্রিন্ট করুন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খুলছে না দেশের বৃহত্তম তিনটি মার্কেট নিউমার্কেট, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক।

দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগীর সংখ্যা। এমন পরিস্থিতির উন্নতি না হলে আগামী ১০ মে রাজধানীর নিউ মার্কেট চালু করা হবে না।

বুধবার নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি ও নিউ মার্কেট দোকান মালিক সমিতি ভার্চুয়াল মিটিংয়ে এমনটা জানানো হয়।নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আশরাফ উদ্দিন বলেন, ‘পরিবহন বন্ধ, আমরা দোকান খুলে কি করবো। পরিবহন বন্ধ থাকলে মিরপুরের একজন ক্রেতা দোকানে আসতে পারবেন না। সংক্রমণ বাড়তে থাকলে দোকান খুলে কি করব।’

ঈদ উপলক্ষে সব মার্কেট আগামী ১০ মে থেকে খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে বসুন্ধরা সিটি শপিং মল ও যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ জনস্বার্থের কথা ভেবে ঈদ পর্যন্ত মার্কেট বন্ধ ঘোষণা করেছে। মার্কেট বন্ধ করা নিয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত নিতে পারে নি ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতি। অধিকাংশ ব্যবসায়ী মার্কেট খোলার পক্ষে হলেও বিরোধিতা করছেন বাকিরা।

এমতাবস্থায় ঝুলে গেছে নিউমার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত। বুধবার (৬ মে) সন্ধ্যায় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি ডাঃ শাহীন জানান, ঈদের আগ পর্যন্ত মার্কেট না খোলার ব্যাপারটি নিশ্চিত নয়। তবে অধিকাংশ ব্যবসায়ী দোকান খোলা রাখার পক্ষে। যদি এই বিষয়ে কোনো পরিবর্তন আসে তবে তা পরবর্তীতে জানানো হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন