শিরোনাম

প্রচ্ছদ /   অসুস্থ কাদেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুলসহ বিএনপির নেতারা

অসুস্থ কাদেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুলসহ বিএনপির নেতারা

Avatar

রবিবার, মার্চ ৩, ২০১৯

প্রিন্ট করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) গেছেন বিএনপি নেতারা। আজ ৩ মার্চ রবিবার রাত ৯টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএসএমএমইউতে যান।

এর আগে ওবায়দুল কাদেরর চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) এসেছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ৩ বিশেষজ্ঞ চিকিৎসক। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এসে নামেন। সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

এর আগে ওবায়দুল কাদের চোখ খুলে কথা বলার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মিল্টন হলে ব্রিফিংয়ে একথা জানানো হয়।

এ সময় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সভাপতি সৈয়দ আলী আহসান বলেন, ‘ওবায়দুল কাদের চোখ খুলছেন। কথা বলার চেষ্টা করছেন। পাও নাড়িয়েছেন। তবে অবস্থায় এখনো ক্রিটিক্যাল।’

এ সময় তিনি আর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পর ওবায়দুল কাদেরকে ডাকেন। এসময় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মিটমিট তাকানোর চেষ্টা করেন তিনি। এরপর যখন রাষ্ট্রপতি আসেন তখন বড় বড় চোখ করে তাকিয়েছেন। এ সময় ওবায়দুল কাদেরের শারিরীক অবস্থা এবং চিকিৎসার সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে জানানো হয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরের অবস্থা কিছুটা উন্নতি হলেও, এখনো আশঙ্কামুক্ত নন। ২৪ থেকে ৭২ ঘণ্টা না গেলে কিছুই বলা যাবে না।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন