শিরোনাম

প্রচ্ছদ /   মাশরাফিকে নিয়ে ছবি নায়ক হিসেবে থাকবেন যিনি

মাশরাফিকে নিয়ে ছবি নায়ক হিসেবে থাকবেন যিনি

Avatar

রবিবার, সেপ্টেম্বর ৩০, ২০১৮

প্রিন্ট করুন

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেটের বাস্তব এই হিরোর বায়োপিক নির্মাণ করতে চায় দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। দুই বছর ধরে জাজের কর্ণধার আব্দুল আজিজ বিভিন্ন মাধ্যমে প্রস্তাব দিয়ে আসছেন এই টাইগারকে। আর মাশরাফি রাজি হলেই শুরু হবে শুটিং।

গত মাসেও মাশরাফির ব্যত্তিগত আইনজীবী চিশতির মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছেন আজিজ। কিন্তু কোনোভাবেই নিজের বায়োপিক নির্মাণে সায় দিচ্ছেন না ম্যাশ।

কেন? আজিজ বলেন, ‘মাশরাফি চান না চলচ্চিত্রের পর্দায় তাঁর জীবনী উঠে আসুক। কিন্তু আমি বুঝিয়েছি তাঁর বায়োপিক নির্মাণ হলে তরুণ প্রজন্ম উৎসাহ পাবে। এবার এশিয়া কাপের জন্য দেশ ছাড়ার আগেও তাঁর সঙ্গে যোগাযোগ করেছি। প্রয়োজনে ক্রিকেট বোর্ডের অনুমতি নেব বলেও জানিয়েছি। এখন দেখা যাক তিনি দেশে এসে কী সিদ্ধান্ত নেন।’

মাশরাফি অনুমতি দিলে তাঁর চরিত্রে অভিনয় করবেন কে! ছবির বাজেট কত? ‘ক্রিকেট বোঝে এমন কেউ মাশরাফির চরিত্রে অভিনয় করবেন। এ ক্ষেত্রে আমি রোশানকে এগিয়ে রাখতে চাই। সে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ খেলেছে। আর বাজেট নিয়ে কোনো চিন্তাই মাথায় রাখিনি। ১৬ কোটি মানুষের প্রাণ মাশরাফি। তাঁকে নিয়ে ছবি বানাব। টাকার চিন্তা করে কি এই ছবি নির্মাণ সম্ভব?’—বললেন আজিজ।মাশরাফি রাজি হলে খুব শিগগির ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ করতে চান আজিজ।

উল্ল্যেখ্যএশিয়া কাপের সফল মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। খুব কাছে গিয়েও শিরোপা হাতছাড়া হলেও দলের পারফর্মেন্সে খুশি অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।শিরোপা না জেতার হতাশা থাকলে অধিনায়ক মনে করেন, এটিই সবকিছু নয়। বলেছেন, শিরোপা জয় অভ্যাসের ব্যাপার, একবার জিতলে চাপ কাটিয়ে নিয়মিতভাবে শিরোপা জয় সম্ভব।

একটা ট্রফি জয় বাংলাদেশের ক্রিকেটকে নতুন এক অধ্যায়ে নিয়ে যাবে বলেও বিশ্বাস অধিনায়কের। বলেছেন, আমি চাইবো ছেলেরা সব সময় দলের প্রতি নিবেদিত থাকবে।শিরোপা না জেতার হতাশা থাকলে অধিনায়ক মনে করেন, এটিই সবকিছু নয়। বলেছেন, শিরোপা জয় অভ্যাসের ব্যাপার, একবার জিতলে চাপ কাটিয়ে নিয়মিতভাবে শিরোপা জয় সম্ভব।

একটা ট্রফি জয় বাংলাদেশের ক্রিকেটকে নতুন এক অধ্যায়ে নিয়ে যাবে বলেও বিশ্বাস অধিনায়কের। বলেছেন, আমি চাইবো ছেলেরা সব সময় দলের প্রতি নিবেদিত থাকবে।অন্যদিকে, বেশ কিছু দুর্বলতা সত্ত্বেও ছেলেরা যেভাবে খেলেছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ স্টিভ রোডস। বলেছেন, ছেলেনা যেভাবে খেলেছে সেটি নিয়ে আমি গর্বিত।

লিটন দাসের আউট নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গেও কথা বলেছেন কোচ। জানান, আইসিসি অফিসিয়ালদের কাছে গিয়ে তিনি ফুটেজ ভালোভাবে দেখছেন। বলেছেন, এটি খুবই ক্লোজ সিদ্ধান্ত ছিল। নিয়ম অনুযায়ী আম্পায়ার এমন আউট দিতে পারেন। এটি কোনোদিন আপনার পক্ষে যাবে, কোনোদিন বিপক্ষে। হতাশা থাকলেও ক্রিকেটে এটা আপনাকে মেনে নিতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন