চুপিসারে বিয়ের কাজ সেরে নিলেন টিভি অভিনেত্রী শবনম ফারিয়া। চুপিসারে বলার কারণ হল, বিয়ে নিয়ে কোথাও মুখ খোলেননি শবনম।
বিশ্বস্ত এক সূত্রের বরাতে জানা গেছে, তার বরের নাম হারুনুর রশীদ অপু। এশিয়াটিক জে ডব্লিউটির ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি। অনেক দিনের পরিচয় তাদের। এই পরিচয়ের সূত্র ধরেই প্রেম এবং পরে প্রণয়ে আবদ্ধ হন।
এদিকে, হারুনুর রশীদ অপুর ফেসবুকে অ্যাকাউন্টে দেখা গেল তার প্রায় প্রতিটি পোস্ট ও স্ট্যাটাসে মন্তব্য করেন শবনম ফারিয়া। অপুর পরিবার-পরিজনদের প্রায় সব ছবিতেই দেখা গেল শবনম ফারিয়ার মুখ। এপ্রিলের ১৫ তারিখ অপু বেশকিছু ছবি পোস্ট করে লিখেছেন ‘পরিবার পরিজন… বড়ই আপন…
বাবা ভালো থেকো…’। অর্থাৎ শবনম ফারিয়াও তার পরিবারের অংশ। ওইদিন পোস্ট করা বৈশাখ উদযাপনের ছবিতে অপু ও শবনম ফারিয়াকে দেখা গেল দম্পতিদের মতোই।
তবে বর্তমানে অপুর অ্যাকাউন্টটি আর ফেসবুকে পাওয়া যাচ্ছে না। কেনই বা তিনি তার আইডি বন্ধ করেছেন এই ব্যাপারে ধোঁয়াশা থেকেই যায়। তবে এখন অপেক্ষা সুধুই শবনম ফারিয়ার। তিনি কি বলেন তাই দেখার বিষয়।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন