নিদাহাস ট্রফি তিন জাতীয় টি২০ আসরে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে বাংলাদেশ। এই আসরে এখন পর্যন্ত হওয়া চারটি ম্যাচ যে দল পরে ব্যাট করেছে, তারাই জিতেছে। ফলে আজও বাংলাদেশের সামনে জয়ের হাতছানি রয়েছে।আজ বাংলাদেশকে হারালে ফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের। আর যদি বাংলাদেশ জিতে তাহলে অঙ্কের হিসেব কষা শুরু হবে ভারত শিবিরে। ভারত = ১৭৬/৩ । বাংলাদেশ= ৪০/৩ ওভার= ৫ । তামিম= ২৭(আউট) ,লিটন দাশ= ৭(আউট) , সৌম্য সরকার= ১(আউট), মুশফিক= ৪ । সোমবার শ্রীলঙ্কাকে হারানোর পর ভারত অধিনায়ক বলেন, ‘‘তিন দলেরই এখন ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে।
ভারতঃ রোহিত শর্মা (সি), শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পাণ্ডে, দিনেশ কার্তিক , বিজয় শংকর, ওয়াশিংটন সুন্দর, জয়দেব উনাদকাত, শারদুল ঠাকুর, চাহাল, দীপক হুদা, মোহাম্মদ সিরাজ, ঋষভ পান্ত । ওয়ার্ল্ড স্পোর্টস ২৪ ফেসবুক পেইজ থেকে সব স্কোর দেখুন । বাংলাদেশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাশ, মুশফিকুর রহিম (ম), মাহমুদুল্লাহ (সি), সাব্বির রহমান, মাহিদ হাসান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম, আবু জাইদ, ইমরুল কায়েস, নূরুল হাসান, আরিফুল হক, আবু হায়দার রনি ।ওয়ার্ল্ড স্পোর্টস ২৪ ফেসবুক পেইজ থেকে সব স্কোর দেখুন ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন