শিরোনাম

প্রচ্ছদ /   কত উইকেটে হায়দ্রাবাদকে পরাজিত করল চেন্নাই ? বিস্তারিত দেখুন

কত উইকেটে হায়দ্রাবাদকে পরাজিত করল চেন্নাই ? বিস্তারিত দেখুন

Avatar

রবিবার, মে ২৭, ২০১৮

প্রিন্ট করুন

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর্দা নামবে আজ ২৭ মে। চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদের ফাইনাল ম্যাচটি দিয়েই আজ পর্দা নামবে আইপিএলের। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান। প্রথম একাদশে বদল করেছে দু’দলই৷ চেন্নাইয়ে হরভজনের বদলে খেলছেন করণ শর্মা৷ হায়দরাবাদ ছেঁটে ফেলেছে উইকেটকিপার ঋদ্ধিমান সাহা ও পেসার খলিল আহমেদকে৷

৮ উইকেটে হায়দ্রাবাদকে পরাজিত করল চেন্নাই

হায়দ্রাবাদ= ১৭৮/৬ । চেন্নাই=১৮১/২ , ওভার= ১৮.৩ । ফাফ ডু প্লেসিস=১০(আউট) , শেন ওয়াটসন=১১৭ , সুরেশ রায়না= ৩২(আউট),অম্বতি রায়ডু=১৭ ।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। দলে ফিরেছেন শ্রীবৎস গোস্বামী ও সন্দীপ শর্মা৷ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ঋদ্ধিকে ছেঁটে ফেলা অবাক করছে সকলকে৷ ইডেনে দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছিলেন ঋদ্ধিই৷

সানরাইজার্স হায়দ্রাবাদ: শিখর ধাওয়ান, শ্রীভিত্ত গোস্বামী, কেন উইলিয়ামসন, সাকিব আল হাসান, দীপক হুদা, ইউসুফ পাঠান, কার্লোস ব্র্যাথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল, সন্দীপ শর্মা।

চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, অম্বতি রায়ডু, এম.এস ধোনি, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, কর্ন শর্মা, শারদুল ঠাকুর, লুঙ্গি এনগিদি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন