শিরোনাম

প্রচ্ছদ /   আইপিএলের ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে যে রেকর্ড গড়লেন সাকিব

আইপিএলের ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে যে রেকর্ড গড়লেন সাকিব

Avatar

রবিবার, মে ২৭, ২০১৮

প্রিন্ট করুন

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর্দা নামবে আজ ২৭ মে। চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদের ফাইনাল ম্যাচটি দিয়েই আজ পর্দা নামবে আইপিএলের। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাইয়ের অধিনায়ক ধোনি।

আর এর মধ্য দিয়ে আইপিএলের ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে এক আসরে (চলতি আসরে) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রতিটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। পাশাপাশি প্রথম বাংলাদেশি হিসেবে তৃতীয়বারের মত আইপিএল ফাইনাল খেলার গৌরব অর্জন করেন।

অবশ্য সাকিবের আগে ২০১৬ সালে সানরাইজার্সের হয়ে সবগুলো ম্যাচে খেলেছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। শুধুমাত্র ইনজুরির কারণে ওই আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে বাদ পড়েছিলেন বাংলাদেশের এ কাটার মাস্টার। এবারের আইপিএলে সাকিব ব্যাটিংয়ে তেমন একটা জ্বলে- উঠতে না পারলেও বোলিংয়ে তিনি দারুণ সফল হয়েছেন। প্রায় প্রতিটি ম্যাচে উইকেট পেয়েছেন। পাাশাপাশি ইকোনমিতেও বেশ হিসেবি সাকিব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন