চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর্দা নামবে আজ ২৭ মে। চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদের ফাইনাল ম্যাচটি দিয়েই আজ পর্দা নামবে আইপিএলের। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান। প্রথম একাদশে বদল করেছে দু’দলই৷ চেন্নাইয়ে হরভজনের বদলে খেলছেন করণ শর্মা৷ হায়দরাবাদ ছেঁটে ফেলেছে উইকেটকিপার ঋদ্ধিমান সাহা ও পেসার খলিল আহমেদকে৷
হায়দ্রাবাদ= ১৭৮/৬ , ওভার= ২০ । শিখর ধাওয়ান= ২৬(আউট) , গোস্বামী= ৫(আউট), কেন উইলিয়ামসন=৪৭(আউট) , সাকিব=২৩(আউট) , ইউসুফ পাঠান=৪৫ , দীপক হুদা=৩(আউট) ,কার্লোস ব্র্যাথওয়েট=২১(আউট) ।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। দলে ফিরেছেন শ্রীবৎস গোস্বামী ও সন্দীপ শর্মা৷ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ঋদ্ধিকে ছেঁটে ফেলা অবাক করছে সকলকে৷ ইডেনে দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছিলেন ঋদ্ধিই৷
সানরাইজার্স হায়দ্রাবাদ: শিখর ধাওয়ান, শ্রীভিত্ত গোস্বামী, কেন উইলিয়ামসন, সাকিব আল হাসান, দীপক হুদা, ইউসুফ পাঠান, কার্লোস ব্র্যাথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল, সন্দীপ শর্মা।
চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, অম্বতি রায়ুডু, এম.এস ধোনি, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, কর্ন শর্মা, শারদুল ঠাকুর, লুঙ্গি এনগিদি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন