ফাইনাল ম্যাচকে সামনে রেখে যা বললেন ধোনি এবং টম মুডি
আজ অনুষ্ঠিত হবে আইপিএলের ১১তম আসরের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচের আগে আজ দুইদল থেকে সংবাদ সম্মেলনে আসেন দুইজন। চেন্নাইয়ের হয়ে সংবাদ সম্মেলনে আসেন ধোনি। হায়দ্রাবাদের হয়ে আসেন কোচ টম মুডি।
ধোনি বলেন ,’ এবারের ফাইনাল অবশ্যই এর আগের সবগুলোর চাইতে আলাদা। ফাইনালের জন্য আমাদের অভিজ্ঞ সেরা একাদশ তৈরি। অভিজ্ঞতা অবশ্যই দারুণ কিছু। তবে এটাই সবকিছু নয়।’
ধোনি আরো বলেন ,’আমরা সবসময় দল হিসেবে ভালো খেলতে চাই। তবে একজন যখন বেশি ভালো করে তখন অবশ্যই বাকিদের জন্য কাজটা সহজ হয়ে যায়। ফাইনালে চেষ্টা থাকবে দলীয় প্রচেষ্টায় কিছু করার।’
টম মুডি বলেন ,’ তারা পুরো আসরে দারুণ বল করেছে। আসরের শুরু থেকেই আমরা বিভিন্ন উইকেটে খেলেছি। আর উইলিয়ামসনের নেতৃত্বে আমরা দারুণ করেছি। পুরো বিশ ওভারে কে কখন বল করবে সবই ফলাফল আনতে কাজে দিয়েছে আমাদের।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন