শিরোনাম

প্রচ্ছদ /   ১৩ বছর ধরে কেন মুশফিকের মাথায় একই ক্যাপ ?

১৩ বছর ধরে কেন মুশফিকের মাথায় একই ক্যাপ ?

Avatar

রবিবার, মে ২৭, ২০১৮

প্রিন্ট করুন

আজ থেকে ঠিক ১৩ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটের অঙ্গনে যাত্রা শুরু হয়েছিল মুশফিকুর রহিমের। তাও সেই যাত্রার শুরুটা হয়েছিল টেস্ট ক্রিকেটের মাধ্যমে। ২০০৫ সালের ২৬ মে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন মুশফিক।ঐ ম্যাচের পর বিগত হয়ে কতটা বছর। তবে বদলায়নি একটি জিনিস। ঐ ম্যাচে মুশফিক যে ক্যাপ পরে খেলতে নেমেছিলেন, এখনও সাদা পোশাকে খেলতে নামলে মুশফিকের মাথায় থাকে ঐ ক্যাপটিই।

অভিষেক টেস্টের ঐতিহাসিক সেই ক্যাপটির কালচে সবুজ রঙ মলিন হয়ে ধারণ করেছে ধূসর রঙ। বোর্ডের লোগোটাও স্পষ্ট বোঝা যায় না ঠিকঠাক। তবুও মুশফিকের ‘মুকুটি’ হয়ে এখনও শোভা পাচ্ছে টেস্ট ক্রিকেটে।
অভিষেক টেস্টের ক্যাপ সাধারণত বাসায় যত্ন করে সাজিয়ে রাখেন ক্রিকেটাররা। কিন্তু মুশফিক কেন এখনও ধারণ করেন মাথায়? ১৩ বছর পূর্তিতে দেশের শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলোকে মুশফিক জানান এই ক্যাপের প্রতি তার ভালোবাসার কথা।
মুশফিক বলেন- ‘টেস্ট আমরা খেলিই কম। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মতো এত টেস্ট খেলার সুযোগ পাই না। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো যদি টেস্ট খেলার সুযোগ পেতাম, ১২-১৩ বছরে আমার হয়তো ১৩০ বা ১৫০ টেস্ট খেলা হয়ে যেত।’

টেস্ট ক্রিকেটের মর্যাদাই মুশফিকের কাছে ‘বিশেষ’। তার ভাষ্য-টেস্টের মর্যাদাই অন্যরকম। যতগুলো টেস্ট খেলি, এই আফসোস যেন না থাকে সেটার জন্য এটি পরি। টুপিটা পরলে আমার কাছে অন্য রকম ভালো লাগা কাজ করে। যত পুরোনো হবে, নোংরা হবে, যত ঘামের দাগ থাকবে, ততই মনে হবে, কিছু একটা হয়তো করেছিলাম।’
সীমিত ওভারের ক্রিকেট যত জনপ্রিয়তা পাচ্ছে, ততই আগ্রহ কমছে টেস্ট ক্রিকেটে। এ নিয়ে মুশফিকের মধ্যে কাজ করে আক্ষেপ, ‘সত্যি বলতে কী, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো আর কেউ এখন টেস্টকে এতটা গুরুত্ব মর্যাদা দেয় না। এটাই সব সময় মাথায় কাজ করে। টেস্ট যদি খেলি, এর মর্যাদা যেন রাখতে পারি। আমার কাছে ব্যাগি গ্রিনের মর্যাদা তাই অন্য রকম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন