শিরোনাম

প্রচ্ছদ /   আজ রাতে শেষ হাসিটা কি সাকিবদেরই

আজ রাতে শেষ হাসিটা কি সাকিবদেরই

Avatar

রবিবার, মে ২৭, ২০১৮

প্রিন্ট করুন

ফাইনালে হারেন না সাকিব আল হাসান। ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) সাকিব আল হাসানের রেকর্ডটা এমনই। ক্যারিয়ারে দুইবার আইপিএলের ফাইনাল খেলেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। আর দু’বারই ফাইনাল শেষে শিরোপা উৎসব করেছে সাকিবের দল। ঘরোয়া টি-টোয়েন্টি আসর আইপিএলে আরো একবার ফাইনালে খেলছেন সাকিব আল হাসান। আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বইয়ের ওয়াংখেড়ে মাঠে ফাইনাল খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
সাকিব আল হাসানের আইপিএল অভিষেক ২০১১-তে। টানা ছয় মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন সাকিব। ২০১২ ও ২০১৪-তে ফাইনালে পৌঁছে কলকাতা। আর দুবারই ফাইনাল শেষে শিরোপা উৎসব করে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। তবে এবারের আইপিএল নিলামে ২ কোটি রুপিতে সাকিবকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। আর শুরুর ১১ ম্যাচের ৯টিতে জয় নিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফ পর্ব নিশ্চিত করে সাকিবের দল। তবে শেষ চার ম্যাচে টানা হার দেখে হায়দরাবাদ।

আর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ ছিল কলকাতার ইডেন গার্ডেন্স ভেন্যুও। হায়দরাবাদ শেষ পর্যন্ত ফাইনালে উঠতে পারবে কিনা তা নিয়ে অনেকেই ছিলেন সন্দিহান। তবে ইডেন গার্ডেন্স মাঠে নাইট রাইডার্সের বিপক্ষে দাপুটে জয় নিয়েই ফাইনালের টিকিট কাটেন সাকিবরা। এতে ব্যাট বলে অলরাউন্ড নৈপুণ্য দেখান কলকাতার সাবেক তারকা সাকিব আল হাসানও। দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সকে ১৪ রানে হারায় সাকিবের দল হায়দরাবাদ।
ব্যাট হাতে ২৪ বলে ৪ চারে ২৮ রান করেন সাকিব। আর বল হাতে ৩ ওভারের স্পেলে ১৬ রান দিয়ে কলকাতার ইনফর্ম অধিনায়ক দিনেশ কার্তিকের উইকেটটি তুলে নেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। আর খেলা শেষে জিতে নেন ‘স্টাইলিশ প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারও। চলতি আসরে এটি সাকিবের ব্যক্তিগত দ্বিতীয় পুরস্কার। আসরের এক খেলায় ১২ বলে ২৪ রানের ইনিংসের সুবাদে স্ট্রাইকার অব দ্য ম্যাচের পুরস্কার জেতেন সাকিব। এবারের আইপিএলে সানরাইজার্সের হয়ে ১৬ ম্যাচে সাকিবের সংগ্রহ ২১৬ রান। বল হাতে তার শিকার ১৪ উইকেট।

শনিবার ইডেন গার্ডেন্স মাঠে টস হেরে ব্যাট হাতে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৭৪ রান করে হায়দরাবাদ। জবাবে ৯ উইকেটে ১৬০ রানে থামে কলকাতার ইনিংস। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার ওঠে সানরাইজার্সের আফগান তারকা রশিদ খানের হাতে। ইনিংসের শেষদিকে ১০ বলে ৩৪ রান করেন রশিদ খান। আর বল হাতে ৪ ওবারের স্পেলে ১৯ রানে নেন তিন উইকেট। ম্যাচে দুটি ক্যাচ নেন রশিদ। ভূমিকা রাখেন একটি রান আউটেও। আগে ব্যাট করতে নেমে হায়দরাবাদের উদ্বোধনী জুটিতে আসে ৫৬ রান তবে দলীয় ৬০ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
প্রমোশন নিয়ে চার নম্বরে ব্যাট হাতে ক্রিজে যান সাকিব। ক্রিজে ফর্ম দেখাচ্ছিলেন তিনি। তবে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন সাকিব। উইকেট দেয়ার আগে ২৪ বলে ২৮ রান করেন হায়দরাবাদের এ বাংলাদেশি ব্যাটসম্যান। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সুনীল নারাইনের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত শুরু পায় কলকাতা। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে কলকাতা নাইটরাইডার্সের অধিনায়ক দিনেশ কার্তিককে বোল্ড করে নিজেদের দিকে লাগাম টেনে নেন বাঁ-হাতি স্পিন তারকা সাকিব আল হাসান

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন