শিরোনাম

প্রচ্ছদ /   সেরা ক্যাচের তালিকায় সাকিবের ক্যাচটির কত তম অবস্থানে আছে ?

সেরা ক্যাচের তালিকায় সাকিবের ক্যাচটির কত তম অবস্থানে আছে ?

Avatar

রবিবার, মে ২৭, ২০১৮

প্রিন্ট করুন

আজ মাঠে গড়াবে এবারের আইপিএলের ফাইনাল আসর। সেই ম্যাচেই ঘোষনা করা হবে এবারের আসরের সেরা ক্যাচ। এর জন্য একটি দর্শক পুলো নির্ধারিত করে দিয়েছে আইপিএল কৃতপক্ষ।

সেই তালিকায় এখন পর্যন্ত ১০ শতাংশ ভোট নিয়ে সাকিবের ক্যাচটির অবস্থান ৫ম স্থানে। এই তালিকায় সেরা ক্যাচের তালিকায় আছে ডি ভিলিয়ার্সের ক্যাচ। এই ক্যাচটিই সেরা ক্যাচের তালিকায় বেশ এগিয়ে।২৭ শতাংশ ভোট পড়েছে এই ক্যাচটিতে। এরপরেই আছে কুইন্টন ডি ককের ক্যাচটি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন