শিরোনাম

প্রচ্ছদ /   ভাইয়ের নতুন জীবনে শুভেচ্ছা জানিয়ে যা লিখল কোহলি

ভাইয়ের নতুন জীবনে শুভেচ্ছা জানিয়ে যা লিখল কোহলি

Avatar

শনিবার, মে ২৬, ২০১৮

প্রিন্ট করুন

২৩ মে ভিলিয়ার্সের অবসর ঘোষণার পর এখনো ক্রিকেট বিশ্বে আর্তনাদ চলছে। সমর্থকেরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আহাজারি জানাচ্ছেই। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পক্ষ থেকেও আসছে সিদ্ধান্ত বদলানোর আহ্বান। এবি ডিভিলিয়ার্সকে নতুন জীবনের জন্য অবশেষে শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি। আজ শনিবার তিনি ট্যুইট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থকে শুভেচ্ছা জানিয়েছেন।

ডিভিলিয়ার্সের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, ‘সবকিছুর জন্য তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ভাই। তুমি যে সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছো, সেই সময় ব্যাটিংয়ের দর্শনই বদলে দিয়েছো। ভবিষ্যতের জন্য তোমাকে ও তোমার পরিবারের লোকজনকে শুভেচ্ছা।’ আট মৌসুম ধরে কোহলির সঙ্গে আইপিএলে একই দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলছেন ভিলিয়ার্স।

ফলে তাদের মধ্যে সম্পর্কটা গড়ে উঠেছে চমৎকার। কিন্তু অবসরের ঘোষণা অনুযায়ী আগামী মৌসুম থেকে হয়তো আর আইপিএলে পা পরবে না ভিলিয়ার্সের। ফলে দীর্ঘদিনের সহযোদ্ধা হারানোর কষ্টটা পোড়াচ্ছে বেঙ্গালুরু অধিনায়ক কোহলিকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন