আইপিএলের জন্যেই যে জাতীয় দলের খেলোয়াড়দের জাতীয় দলে খেলার আগ্রহ কমে যাচ্ছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেটা আবার নতুন করে প্রমান করলেন সাউথ আফ্রিকার হার্ডহিটার ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। ভিলিয়ার্স জানিয়ে দিয়েছেন আইপিএল খেলে ক্লান্ত থাকার কারনে তিনি জাতীয় দল থেকে অবসর নিয়েছে। এবার সেই আইপিএলকেই এক হাতে নিলেন ইংলিশ কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।
ফ্লাওয়ার বলেন ,’ সম্প্রতি ইসিবি আমাদের কিছু সেরা ক্রিকেটারদের আইপিএল খেলার জন্য অনুমতি দিয়েছে। আমার সময় আইপিএলের মত টুর্নামেন্ট গুলো সম্পর্কে নেয়া সিদ্ধান্ত মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল। আইপিএলে খেলার কারণে ক্রিকেটাররা প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেদের সেভাবে উন্নত করতে পারে না। এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আমার মতে আইপিএলকে উঠিয়ে দেওয়া উচিত।’
তবে সাবেক এই জিম্বাবুইয়ান ক্রিকেটার আইপিএল খেলার উপকারিতার কথাও অস্বীকার করেননি। তাঁর মতে আইপিএলে ইংলিশরা বিশ্বের সেরা ক্রিকেটারদের সাথে খেললে তাদের অভিজ্ঞতা অনেক বেশি বৃদ্ধি পাবে। তবে সেটা যে শুধু টি-২০ র জন্য সেটাও ভাঙ্গিয়ে দিয়েছেন তিনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন