অনেকতা হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানান এবিডি ভিলিয়ার্স। তার এমন অবাক করার সিদ্ধান্তে অবাক ক্রিকেট বিশ্বঅ। সেই সিদ্ধান্ত কষ্ট দিয়েছে কোহলিকেও।
আইপিএলের একি দলেই যে খেলেন দুইজন। ভিলিয়ার্সকে তিনি সম্বোধন করেছেন ভাই বলে। কোহলি মনে করেন ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেটের ব্যাটিংয়ের ধরণটাই বদলে দিয়েছিলেন।
টুইটে কোহলি লিখেছেন, ভাই তুমি যা কিছু করেছ, সবকিছুর জন্যই শুভকামনা। আন্তর্জাতিক ক্রিকেটে তোমার যুগে তুমি ব্যাটিং করার ধরনটাই বদলে দিয়েছ। তোমার ও তোমার পরিবারের আগামী সুন্দর দিনগুলোর জন্য শুভ কামনা। উল্লেখ্য যে, ব্যাক্তি জিবনে ডি ভিলিয়ার্স যতোটুকু সফল ছিলেন কিন্তু সাউথ আফ্রিকা দলের হয়ে সেই ভিলিয়ার্সের কখনোই জেতা হয়নি বড় কোন ট্রফি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন