শিরোনাম

প্রচ্ছদ /   রশিদ খানকে কি খেলাই যায় না-প্রশ্ন তামিমের

রশিদ খানকে কি খেলাই যায় না-প্রশ্ন তামিমের

Avatar

শনিবার, মে ২৬, ২০১৮

প্রিন্ট করুন

আর কিছুদিন পরেই শুরু হবে বাংলাদেশ আফগানিস্তান টি-২০ সিরিজ। সেই সিরিজে বাংলাদেশের প্রধান ভয় রশিদ খানকে। আর সেটি আবারো প্রমানিত করলেন রশিদ খান। হাত ঘুরিয়ে ৩ উইকেটের পাশাপাশি করেছেন ১০ বলে ৩৪ রান।

তার গতকালকের পারফর্মেন্সের উপর নির্ভর করেই গতকাল ফাইনালে ইঠেছে হায়দ্রাবাদ। তবে রশিদ খানে ভীত নয় তামিম। তামিম বলেন ,’ “ওর কুইক আর্ম অ্যাকশনটাই সবচেয়ে কঠিন ব্যাটসম্যানদের জন্য। আরেকটি ব্যাপার, ৬ মাস আগে হয়ত ওর অ্যাকুরেসি এত ভালো ছিল না। এখন সেখানেও উন্নতি করেছে, খুব অ্যাকুরেট। সাফল্যও পাচ্ছে। বিশ্বের সেরা সব ব্যাটসম্যানকে বিভ্রান্ত করছে। খুব ভালো বোলিং করছে। কিন্তু এমন নয় যে ওকে খেলাই যাবে না। আমরা যদি নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারি, কেন নয়!”

তামিম আরো বলেন ,’ “আমি এমন নই যে একজনের প্রতিই মনোযোগ দেব। কারণ ওদের দলে আরও অনেক ভালো ভালো ক্রিকেটার আছে। অনেক ভালো ভালো বোলার আছে। শুধু একজনের দিকেই মন দেওয়া মানে আগে থেকেই নেতিবাচক মানসিকতা নিয়ে যাওয়া। সন্দেহ নেই, এই মুহূর্তে সে হয়ত বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার। তবে আমরা এরকম অনেক চ্যালেঞ্জ জিতে অনেক ভালো খেলেছি। এবারও আশা করব যে এমনটিই হবে।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন