গতকালকের কলকাতা ও হায়দ্রাবাদের খেলায় সাকিবের নৈপূন্যে কলকাতাকে হারিয়ে ফাইনালে উঠেছে সানরাইজার্স। সাকিবকে এদিন ম্যাচের সেরা স্টাইলিশ খেলোয়ার হিসেবে নির্বাচিত করা হয়।
সাকিব আল হাসান ও রশিদ খানের ব্যাটে বলে উজ্জল থাকাতেই হায়দ্রাবাদের এ জয় বলছেন অনেকেই। সাকিবের প্রথম দুই ওভারে ছিল দুই উইকেট।
শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনে সানরাইজার্সের করা ১৭৪ রানের জবাবে নাইট রাইডার্স থেমেছে ১৬১ রানে। ১০ বলে ৩৪ রানের তাণ্ডব চালানো রশিদ বল হাতে ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট। রোববার আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলবে সাকিবরা।
আর তাইতো স্টাইলিশ খেলোয়ার নির্বাচিত হয়ে সাকিব পেয়েছেন ভারতীয় টাকায় ১ লাখ রুপি পুরস্কার
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন