কোয়ালিফায়রের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয় ধোনির চেন্নাই এবং সাকিবের হায়দ্রাবাদ। সেই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ধোনির চেন্নাই। প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে হায়দ্রাবাদ।
রানের খাতা না খুলেই চাহারের বলে ফেরেন ওপেনার শিখর ধাওয়ান। এরপর ব্যক্তিগত ১২ রানে লুঙ্গির শিকার হন গোস্বামী।
তবে দলকে কিছুটা আশা জাগিয়ে তুলেও টিকে থাকতে পারেনি অধিনায়ক উইলিয়ামসন। ধোনির ক্যাচে ঠাকুরের বলে ২৪ রান করে ফেরেন তিনি। দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি মনিশ-সাকিব। ৮ রান করা মনিশ জাদেজার বলে ফেরেন। অন্যদিকে ১২ রান করে ধোনিকে ক্যাচ দিয়ে ব্রাভোর বলে ফেরেন সাকিব।
এরপর ব্যক্তিগত ২৪ রানে ব্রাভোর শিকার হন ইউসুফ পাঠান। এরপর ৭ রান করে রান আউটের শিকার হন ভুবনেশ্বর কুমার। তবে ৪৩ রানে অপরাজিত ছিলেন ব্র্যাথওয়েট। এরই ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান করে হায়দ্রাবাদ। জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ১৪০ রান।
জবাবে ব্যাট করতে নেমি নিয়মিত বিরতিতে উইকেট হারান শুরু করে ধোনির চেন্নাই। ব্যাক্তিগত শূণ্য রানেই ওয়াটসন আউট হোন ভুবির বলে। এরপরে সুরেশ রায়না, আম্বাতি রাইদুওরা ফিরে গেলেও এক প্রান্ত আগলে রাখেন ফাফ ডু প্লেসি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চেন্নাইয়ের সংগ্রহ ৮.৫ ওভার শেষে ৪৮ রানে ৪ উইকেট। এই পর্যন্ত বল করার সুযোগ পাননি সাকিব।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন