আইপিএলের অন্যতম গূরত্বপূর্ন অংশ হচ্ছেন চিয়ারলীডাররা। সেই চিয়ারলীডারদের সাথে সব ধরনের পার্টি অথবা মেলা মেশাতে বাধা আছে ক্রিকেটারদের। সেই রুলস জারি করে বিসিসিআই।কিন্তু সেই রুলস অমান্য করেই মুম্বাইয়ের সাথে ম্যাচ জিতে চিয়ারলীডারদের আমন্ত্রন জানায় দিল্লি। আর এই ঘতান্য তাদের উপর বেশ চটে বিসিসিআই। কারন দর্শানোড় কারনঅ জানতে চাওয়া হয় বোর্ড থেকে। আর না জানালে হুমকি দেওয়া হয় নিষেধাজ্ঞারও।
কারন দর্শানো হিসেবে দিল্লি ফ্রেঞ্জাইজির তরফে জানানো হয়েছে, “চিয়ারলিডারদের সঙ্গে পার্টি করেনি ক্রিকেটাররা। তারা এসেছেন, নৈশভোজ সেরেই ফিরে গিয়েছেন। তবে দুর্নীতি দমন শাখা যেহেতু সাবধান করেছে, সেহেতু আমরা এ বিষয়ে বাড়তি নজর রাখব। আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন