আগামী জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী জুন মাসের ৩,৫ এবং ৭ তারিখে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর করতে যাবে বাংলাদেশ দল। আর এ সিরিজের জন্য বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন কোর্টনি ওয়ালস।
চন্ডিকা হাথুরুসিংহে যাবার পর থেকে প্রধান কোচের আসনটি খালি পড়ে রয়েছে। তবে এগিয়েছে কোচিং ডিরেক্টর পাওয়ার প্রক্রিয়া। কোচ না পাওয়ায় দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার ও ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেনের দ্বারস্থ হয়েছে বিসিবি। টাইগারদের কোচ খুঁজে দিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তিনি। আর এই সময়টিতে বাংলাদেশ দলের ভেতরটা ভালোভাবে বোঝার চেষ্টা করছেন তিনি।
আর এই দুই দিনে বাংলাদেশ দলের ভেতরটা অনেকটায় বুঝতে পেরেছেন বলেই জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখানে এসেছি বাংলাদেশের ক্রিকেটের ভেতরটা দেখতে। এখানে এসে ভীষণ রোমাঞ্চিত। কাজ এগিয়ে নেওয়ার জন্য এখানে সবাই বেশ উদার। আমার কাজ হলো এই মুহূর্তে বাংলাদেশের জন্য সেরা একজন কোচ খুঁজে বের করা।’
দুই দিনে বাংলাদেশকে কতটুকু বুঝতে পেরেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কঠিন প্রশ্ন। আমার মনে হয় আমি বুঝতে চেয়েছি আগে কারা ভালো কাজ করেছে। আমি জানি চন্ডিকা দলের জন্য ভালো কাজ করেছে। আমি বুঝতে চেয়েছি ওই সময় দলের জন্য কি ভালো হয়েছে কি না। আমার মনে হয় আমি ভেতরটা কিছুটা বুঝতে পেরেছি। কেউ একজনকে দ্রুত বেছে নিতে হবে। কারণ আপনারা জানেন অনেক সময় হয়ে গেল (কোচছাড়া)। আশা করি কয়েক সপ্তাহের মধ্যেই কোচ পাওয়া যাবে।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন