শিরোনাম

প্রচ্ছদ /   মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এটাই মুস্তাফিজের শেষ আইপিএল!

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এটাই মুস্তাফিজের শেষ আইপিএল!

Avatar

মঙ্গলবার, মে ২২, ২০১৮

প্রিন্ট করুন

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ছয় ম্যাচের সবকটিতেই একাদশে ছিলেন মুস্তাফিজুর রহমান। ডেথ ওভারে অধিনায়ক রোহিত শর্মা ও দল ভরসা রেখেছিল তার ওপরই। কিন্তু দলের একের পর এক পরাজয়ে একাদশ থেকে ছিটকে পড়েন ২২ বছর বয়সী এই তারকা। টানা সাত ম্যাচ দলের বাইরে থাকার পর বাঁচা-মরার ম্যাচে আবারও একাদশে ফেরেন তিনি। তবে চার ওভার হাত ঘুরিয়েও পাননি উইকেটের দেখা, দলও পায়নি জয়ের দেখা। লিগ পর্বেই থামে মুম্বাইয়ের পথচলা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে সব মিলিয়ে সাত ম্যাচে মাঠে নেমেছেন মুস্তাফিজ।

এই সাত ম্যাচে তিনি মোট ২৭.৩ ওভার বল করেন। ওভারপ্রতি ৮.৩৬ গড়ে ২৩০ রানের বিনিময়ে ঝুলিতে পুরেন সাত উইকেট। এবারের আসরে মুস্তাফিজের সেরা সাফল্য তার সাবেক দলের বিপক্ষেই। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৪ রান খরচায় তিনটি মূল্যবান উইকেট পান এই বাঁহাতি পেসার। আর সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে, ৫৫/০। সবমিলিয়ে আইপিএলের ১১তম আসরে দলের প্রয়োজন অনুযায়ী চাহিদা পূরণে ব্যর্থই হয়েছেন মুস্তাফিজ।

ফলে মুম্বাইয়ের হয়ে এটাই হতে পারে মুস্তাফিজের শেষ আইপিএল। এমনটাই মনে করছে ভারতীয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট স্পোর্টসকিডা। সংবাদমাধ্যমটির মতে, চলতি আসরে মুম্বাইয়ের মোট চারজন ক্রিকেটারের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এরা হলেন, মুস্তাফিজ, জেপি ডুমিনি, মিচেল ম্যাক্লেনাগান ও কাইরন পোলার্ড। মুস্তাফিজের বাদ পড়ার কারণ হিসেবে স্পোর্টসকিডা বলছে, ‘দারুণ কিছুর আশা নিয়েই দলে টানা হয়েছিল মুস্তাফিজকে। শুরুতে সেই আশার পালে হাওয়া দিলেও ক্রমেই দিক হারাতে থাকেন বাঁহাতি এই পেসার।

তার ডেথ ওভারের বোলিং ব্যাটসম্যানদের প্রথম প্রথম চমকে দিতে পারলেও শেষ পর্যন্ত তা কার্যকর থাকে না। ব্যাটসম্যান তার বোলিং বৈচিত্র্য আয়ত্ত করে ফেলায় রান বেড়ে যায়। সাত ম্যাচে সাত উইকেট পেলেও রান বেশি দেওয়ার ফলে নেতিবাচকভাবেই হিসাব করা হচ্ছে মুস্তাফিজকে নিয়ে।’সংবাদমাধ্যমটির মতে, কাইরন পোলার্ড, জেপি ডুমিনি ও ম্যাক্লেনাগানও মুম্বাইয়ের চাওয়া পূরণ করতে পারেনি। তিনজনই চলতি আসরে আইপিএলের ক্যারিয়ারে সবচেয়ে বাজে পারফরম্যান্স প্রদর্শন করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন