অনেক দিন ধরে একজন পেস অলরাউন্ডার খুঁজে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে পেস অলরাউন্ডার হিসেবে জায়গা পেলেও শেষ পর্যন্ত নিজেদের অবস্থান ধরে রাখতে পারেনি কেউ।তবে অবশেষে দুই পেস অলরাউন্ডার খুঁজে পেলেন বিসিবি। নির্বাচক হাবিবুল বাশার জানান, তাদের ভাবনায় রয়েছে আবুল হাসান রাজু ও মোহাম্মদ সাইফউদ্দিন।
তাদেরকে পেস অলরাউন্ডার হিসেবে ভাবলেও তাদের কাছ থেকে আশানুরূপ ফলাফল পায়নি বিসিবি। এ প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন,‘দুইজন পেস বোলিং অলরাউন্ডার আমাদের মাথায় আছে। একজন হলেন আবুল হাসান, আরেকজন সাইফউদ্দিন। তাদের কারোর কাছ থেকেই প্রত্যাশিত পারফরম্যান্স পাইনি। তবে তারা আমাদের চিন্তার বাইরে চলে যায়নি।’
তবে তাদেরকে আবারো পরখ করে দেখতে চান ‘এ’ দলের খেলায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সামনে আমাদের ‘এ’ দলের খেলা আছে। সেখানে আমরা তাদের দেখতে চাই, আসলে তারা কেমন করে।’ মূলত ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপের আগেই একজন পেস অলরাউন্ডার চায় বাংলাদেশ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন