বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সভাপতির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ নির্বাচনের বিষয়ে আলোচনা বসেছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার গ্যারি কারস্টেন।তাকে বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং পরামর্শক হিসেবে না পেলেও স্বল্প সময়ের জন্য বোর্ডের পরার্শক হিসেবে পাওয়া গেল। বর্তমানে তাঁর দায়িত্ব বাংলাদেশী টাইগারদের জন্য ভালো মানে কোচ নির্বাচিত করা।তিনি মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটলেে গণমাধ্যমকে জানান,কোচরে খোঁজ করতে বশে কয়কেজনরে সঙ্গইে ব্যক্তগিত আলাপ করেছি। সবার সঙ্গে আলোচনার পরই নজিরে র্পযবক্ষেণ জানাবনে বসিবিকি।ে
ভারতের সাবেক কোচ জানালেন ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই নতুন কোচ পেয়ে যাবে সাকিব-মাশরাফিরা, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে হয়তো নতুন কোচের দেখা পাবো। আমার সব কাজের পর বিসিবিকে পর্যবেক্ষণ জানাতে পারবো।রবিবার রাতে বিসিবির হয়ে কোচ খুঁজতে ঢাকায় পৌঁছেছেন কারস্টেন। তিনি জানালেন নতুন এই দায়িত্বও তার কাছে চ্যালেঞ্জিং। তবে সেই চ্যালেঞ্জ পার করতেই মুখিয়ে আছেন তিনি,যে কোনও কাজই চ্যালেঞ্জিং। আমার এই কাজটিও চ্যালেঞ্জের। তবে আশা করছি এই চ্যালেঞ্জ ওভারকাম করতে পারবো।এই আলোচনা শেষে আজকে সন্ধ্যার ফ্লাইটে ঢাকা ছেড়ে যাচ্ছেন তিনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন