শিরোনাম

প্রচ্ছদ /   প্রথম কোয়ালিফায়ারে হায়দ্রাবাদের চূড়ান্ত একাদশে ১ নম্বরে সাকিব!

প্রথম কোয়ালিফায়ারে হায়দ্রাবাদের চূড়ান্ত একাদশে ১ নম্বরে সাকিব!

Avatar

মঙ্গলবার, মে ২২, ২০১৮

প্রিন্ট করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) প্রথম কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস- সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে মাঠে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচের বিজয়ী দল সারাসরি চলে যাবে ফাইনালে। আর বিজিত দলেরও থাকবে সুযোগ। এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে তারা। এবারের আইপিএলে এলিমিনেটর ম্যাচে লড়বে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাত বছর খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তবে, এবারের আইপিএল নিলামে দুই কোটি রুপিতে সাকিবকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আইপিএলের প্রথম পর্বে সানরাইজার্সের ১৪ ম্যাচেই যথারীতি একাদশে জায়গা নেন সাকিব। আসরে ২২.০০ গড়ে সাকিবের সংগ্রহ ১৭৬ রান। আর বল হাতে সাকিবের শিকার ১৩ উইকেট। ইকোনমি গড় আটের নিচে (৭.৯৪)।রোববার দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ১১ রানে হার দেখে মুম্বাই ইন্ডিয়ান্স। সাত ম্যাচ পর মুম্বইয়ের একাদশে সুযোগ পান মোস্তাফিজুর রহমান। আর বল হাতে চার ওভারের স্পেলে ৩৪ রানে উইকেটশূন্য থাকেন বাংলাদেশি ‘কাটার মাস্টার’।

এবারের আইপিএলে মুম্বাইয়ের শুরুর ছয় ম্যাচে ৭ উইকেট নেন বাঁ-হাতি পেসার মোস্তাফিজ।প্লে-অফের সুযোগ ছিল কিংস ইলেভেন পাঞ্জাবেরও। যদিও কঠিন সমীকরণ পূরণ করতে হতো তাদের। তবে, হার নিয়েই আসর শেষ করে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মালিকানাধীন দলটি। রোববার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৫৩ রানে অলআউট হওয়ার পর কমপক্ষে ৫৩ রানে জিততে হতো তাদের। উল্টো আগেই প্লে-অফ নিশ্চিত করা চেন্নাইয়ের কাছে ৫ উইকেটে হেরে যায় পাঞ্জাব।

ম্যাচে চার ওভারের স্পেলে মাত্র ১০ রানে চার উইকেট নেন চেন্নাইয়ের দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডি। আসরের ১৪ ম্যাচে সমান ১৮ পয়েন্ট সংগ্রহ সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংসের। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের টিকিট পাওয়া চতুর্থ দল রাজস্থান রয়্যালস। পয়েন্ট ১৪। বাদ পড়া মুম্বাই, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পাঞ্জাব তিন দলেরই সমান ১২ পয়েন্ট। টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায় নেয়া দিল্লির সংগ্রহ ১০।হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, শ্রীভিত্ত গোস্বামী (উইকেটরক্ষক), সিদ্ধার্থ কাউল, মনিষ পান্ডে, কেন উইলিয়ামসন (সি), অ্যালেক্স হেলস, সন্দীপ শর্মা, দীপক হুদা, রশিদ খান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন