শিরোনাম

প্রচ্ছদ /   সবাইকে ছাড়িয়ে তামিম

সবাইকে ছাড়িয়ে তামিম

Avatar

মঙ্গলবার, মে ২২, ২০১৮

প্রিন্ট করুন

ব্যস্ত সময় কাটছে বাংলাদেশ দলের। বছরের শুরু থেকেই বেশ কয়েকটি সিরিজ খেলেছে টাইগাররা। কদিন পরেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি দিবে টাইগাররা।চলতি বছর তিন ফরম্যাটের ক্রিকেটেই খেলেছে বাংলাদেশ দল। তবে অন্যান্য বছরের তুলনায় এবার টি২০ ম্যাচ খেলতেই বেশি দেখা গেছে তামিম-মুশফিকদের। ২ টেস্ট ও ৫ ওয়ানডে ম্যাচের বিপরীতে ৭টি টি২০ খেলেছে তারা।

এর মধ্যে ১ টেস্ট ম্যাচ ড্র করেছে দলটি, ৩ ওয়ানডেতে জয়ের পাশাপাশি ২টি টি২০ ম্যাচে জয় আছে টাইগারদের। চলতি বছর ব্যাট হাতে দারুণ সময় যাচ্ছে টাইগার ব্যাটসম্যানদের। একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মিশনে নেমেছিলেন তামিম-মুশফিক-মমিনুলরা।টি২০ ম্যাচ না খেললেও টেস্ট ম্যাচে নিজের জাত চিনিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান মমিনুল হক। লঙ্কানদের বিপক্ষে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরী হাকিয়েছেন প্রথম বাংলাদেশী হিসেবে। তাছাড়া মুশফিকুর রহিমও দারুণ খেলেছেন তিন ফরম্যাটের ক্রিকেটেই।তবে সবাইকে ছাড়িয়ে গেছেন বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। চলতি বছর তিন ফরম্যাট মিলিয়ে ৫৩৪ রান করেছেন তিনি। টেস্টে ৯৯, ওয়ানডে ২৫২ ও টি২০ ম্যাচে ১৮৩ রান করেছেন তামিম।

সবচেয়ে বেশি রান করা বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। তিনফরম্যাট মিলিয়ে চলতি বছর ৫৩৩ রান করেছেন তিনি। টেস্টে ১২০, ওয়ানডেতে ১৪২ ও টি২০ ফরম্যাটে ২৭১ রান করেন এই ডানহাতি।তামিম-মুশফিক ছাড়াও চলতি বছর ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি তিনফরম্যাট মিলিয়ে ৪২৩ রান করেছেন। মমিনুল হক শুধুমাত্র টেস্টে খেললেও নির্দিষ্ট একটি ফরম্যাটে সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ডটি তার দখলেই।

দুইটি টেস্ট খেলে ২ সেঞ্চুরীতে ৩১৪ রান করেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ৭ নম্বরে জায়গা করে দিয়েছে তাকে। আফগানিস্তানের বিপক্ষে টি২০ দলে সুযোগ না পেলেও। ওয়েস্ট ইন্ডিজ সফরে তামিম-মুশফিকদের ছাড়ানোর সুযোগ পাচ্ছেন এই তারকা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন