শিরোনাম

প্রচ্ছদ /   আইপিএলকে বিদায় জানিয়ে একি বললেন মুস্তাফিজ –

আইপিএলকে বিদায় জানিয়ে একি বললেন মুস্তাফিজ –

Avatar

মঙ্গলবার, মে ২২, ২০১৮

প্রিন্ট করুন

শেষ হয়ে গেল মুস্তাফিজুর রহমানের ২০১৮ সালের আইপিএল অভিযান। গতকাল রবিবার অনেকটা পচা শামুকে পা কাটার মতো দশা হলো তার দল মুম্বাই ইন্ডিয়ানসের।নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মুস্তাফিজ লিখেছেন, ‘মুম্বাই পল্টনের সঙ্গে এটা একটা অসাধারণ জার্নি ছিল। অনেক অনেক স্মৃতি যুক্ত হয়েছে। আশা করছি, আগামী বছর আবার দেখা হবে।’

এবারের আইপিএল মুস্তাফিজের পারফর্মেন্স সুবিধার ছিল না। ৭ ম্যাচে মোট ২৭.৩ ওভার বোলিং করে নিয়েছেন ৭ উইকেট। ইকনোমি ৮.৩৬। মাঝে ৭ ম্যাচ তাকে একাদেশের বাইরে রেখেছিল মুম্বাই টিম ম্যানেজম্যান্ট। গতকাল রবিবার তাকে একাদশে সুযোগ দেওয়া হয়। তিন স্পেলে ৪ ওভার বোলিং করে ৮.৫০ ইকনোমিতে দিয়েছেন ৩৪ রান। ডট দিয়েছেন ৯টি। পাওয়ার প্লেতে ২ ওভার বোলিং করে দেন মাত্র ১০ রান। পরের দুই ওভারে ২৪ রান দিয়ে বসেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন