শিরোনাম

প্রচ্ছদ /   চলুন দেখে নিই বাংলাদেশের কোন ক্রিকেটার কোন দলের সাপোর্টার

চলুন দেখে নিই বাংলাদেশের কোন ক্রিকেটার কোন দলের সাপোর্টার

Avatar

মঙ্গলবার, মে ১৫, ২০১৮

প্রিন্ট করুন

রাশিয়া বিশ্বকাপ ২০১৮ শুরু হতে মাত্র মাসখানেক বাকি। তবে ফুটবল উন্মাদনা শুরু হয়ে গেছে অনেক আগেই। কে কোন দলের সাপোর্টার তা নিয়ে হই চলছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে শহরে প্রস্ততি নিচ্ছে ফুটবল ভক্তরা। রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১৪ জুন মুখোমুখি হচ্ছে স্বাগতিক রাশিয়া এবং সৌদি আরব। এ ম্যাচ দিয়েই পুরো ফুটবল বিশ্ব মেতে উঠবে বিশ্বকাপের উন্মাদনায়।

চলুন দেখে নিই বাংলাদেশের কোন ক্রিকেটার কোন দলের সাপোর্টার-
১. ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ব্রাজিলের সাপোর্টার।২. এনামুল হক বিজয়- ব্রাজিল সাপোর্টার।৩. মুশফিকুর রহীম- ব্রাজিল সাপোর্টার।৪. সাব্বির রহমান- ব্রাজিল সাপোর্টার।৫. রুবেল হোসেন – ব্রাজিল সাপোর্টার।

৬. কাটার মাষ্টার মুস্তাফিজ ব্রাজিলের সাপোর্টার৭. ইমরুল কায়েস আর্জেন্টিনা সাপোর্টার।৮. দেশ সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আর্জেন্টিনা সাপোর্টার।৯. সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর্জেন্টিনা সাপোর্টার।১০. ব্যাটিং থেকে বোলার হয়ে যাওয়া মিরাজ আর্জেন্টিনা সাপোর্টার।১১. মোসাদ্দেক হোসেন সৈকত আর্জেন্টিনা সাপোর্টার।১২. মাহমুদউল্লাহ রিয়াদ আর্জেন্টিনা সাপোর্টার।১৩. মিষ্টার ফিনিশার নাসির হোসেন আর্জেন্টিনা সাপোর্টার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন