প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সারমেয় প্রীতির কথা সবারই জানা৷ ব্যস্ত ক্রিকেট সিডিউলের মাঝে ছুটি পেলে বাড়ীর সারমেয়দের সঙ্গে খেলায় মেতে ওঠেন মাহি৷সোশাল মিডিয়ায় একাধিকবার সেই সব ছবি পোস্ট করেছেন ভারতীয় উইকেটকিপার৷আইপিএলের মাঝে সেই আনন্দটাই যেন মিস করছিলেন সিএসকে অধিনায়ক৷
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জিতে ডাগআউটের ধারে নিরাপত্তার দায়িত্ব থাকা এক সারমেয়কে দেখে তাই লোভ সামলাতে পারেননি ধোনি৷ উইলিয়ামসনদের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর নিজেই ডাগআউটের কাছে এগিয়ে গিয়ে পুলিশের কুকুরটির সঙ্গে সাক্ষাৎ সেরে যান৷শুধু সাক্ষাৎ বললে ভুল বলা হবে রীতিমতো তার মাথায় হাত বুলিয়ে খেলায় মেতে ওঠেন সুপার কিংস কাপ্তান৷
এখানেই শেষ নয়, মাহির সঙ্গে খুনসুটির পর বিশ্বকাপজয়ী অধিনায়ককে রয়্যাল স্যালুট দেয় ওই সারমেয়৷ সামনের পা মাটি মুড়ে মাথা নিচু করে ধোনিকে সন্মান জানায় সে৷ চেন্নাই সুপার কিংসের টুইটারে সেই ভিডিও পোস্ট করার পর ধোনি অনুরাগীদের মধ্যে তা ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে৷
চলতি আইপিএলে এর আগে নিরাপত্তার দায়িত্বে থাকা অন্য এক সারমেয়কে চেন্নাই সুপার কিংসের ড্রেসিংরুম ঘুরিয়ে দেখিয়েছিলেন ধোনি৷সেবার নিজে হাতে পুলিশের কুকুরটিকে ড্রেসিং রুমে নিয়ে গিয়ে অনান্য ক্রিকেটারদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন