স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের পর ক্যামেরন ব্যানক্রফটকেও ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের ঘটনার সাথে জড়িত থাকায় ক্যামেরন ব্যানক্রফটকে নয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট ও রাজ্য ক্রিকেটে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই নিষিদ্ধকালীন সময়ে ক্যামেরন ব্যানক্রফটকে ক্লাব ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে সিএ।
বল টেম্পারিংয়ের ঘটনায় স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার দুজনকেই এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট ও রাজ্য ক্রিকেটে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিষিদ্ধকালীন সময়ে তারা তাদের ক্লাবের হয়ে খেলতে পারবেন।স্মিথ ও ওয়ার্নারকে ক্রিকেট অস্ট্রেলিয়া নিষিদ্ধ করার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের দুজনকেই এবারের আইপিএলে নিষিদ্ধ করে। এই কারণে এবার তারা আইপিএলে খেলতে পারছেন না। স্টিভেন স্মিথকে অধিনায়ক করেছিল রাজস্থান রয়্যালস। আর ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন