ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে আজকের একমাত্র ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। প্লে অফ খেলতে হবে দুই দলের জন্যই এই ম্যাচে জয় পাওয়া জরুরী। ১২ ম্যাচে উভয় দলের সংগ্রহ ১২ পয়েন্ট করে। এদিকে, কিংস ইলেভেন পাঞ্জাবকে কাল ১০ উইকেটে হারিয়েছে বিরাট কোহিলির রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু।
এই জয়ে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠার আশাটা জিইয়ে রাখলো ব্যাঙ্গালুরু। টসে হেরে ব্যাট করে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় পাঞ্জাবের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন অ্যারন ফিঞ্চ। লোকশ রাহুল ২১ ও ক্রিস গেইল করেন ১৮ রান। ব্যাঙ্গালুরুর হয়ে ম্যাচ সেরা উমেশ যাদব ২৩ রানে ৩ উইকেট নেন।
৮৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত খেলেতে থাকেন দুই ওপেনার বিরাট কোহলি ও পার্থিব প্যাটেল। তাদের ব্যাটিংয়ে মাত্র ৮.১ ওভারে কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষে পৌঁছায় ব্যাঙ্গালুরু। অধিনায়ক বিরাট কোহলি অপরাজিত থাকেন ২৮ বলে ৪৮ রান করে। আর পার্থিবের ব্যাট থেকে আসে ২৪ রান।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন