শিরোনাম

প্রচ্ছদ /   অভিষেক টেস্টে সেঞ্চুরির রেকর্ড কেভিন ওব্রায়েনের

অভিষেক টেস্টে সেঞ্চুরির রেকর্ড কেভিন ওব্রায়েনের

Avatar

মঙ্গলবার, মে ১৫, ২০১৮

প্রিন্ট করুন

শুধু নিজের নয় দেশের প্রথম অভিষেক টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন কেভিন ওব্রায়েন। ডাব্লিন টেস্টের ৪র্থ দিনে এই সেঞ্চুরি করেন তিনি এর আগে এই রেকর্ড ছিল তিন জনের । বাংলাদেশ দিলের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।

পাকিস্তান আয়ারল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যায় । পরের দিন ফলোঅনে পড়ে আইরিশরা। প্রথম ইনিংসে পাকিস্তান ৯ উইকেতে ৩১০ রান করে ইনিংস ঘোষনা করে। পরে আইরিশরা ব্যাট করতে নেমে ১৩০ রানে ঘুটিয়ে যায়।এর পর কেভিন ওব্রায়েনের সেঞ্চুরিতে লড়াইয়ে ফিরেছে আইরিশরা। ৭ উইকেটে ৩১৯ রান করে চতুর্থ দিনের খেলা শেষ করেছে আয়ারল্যান্ড। ইতিহাস গড়া ও’ব্রায়েন ১১৮ রানে অপরাজিত রয়েছেন।

এর আগেও ওব্রায়েন ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন। সেই সেঞ্চুরির পর ৩৪ বছর বয়সী ও’ব্রায়েনের এটি প্রথম সেঞ্চুরি। চতুর্থ দিন শেষে ২১৬ বলের ইনিংসে ১২টি চার হাঁকান ও’ব্রায়েন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন