হঠাৎ করেই যেন পাঞ্জাবকে ভূতে পেয়েছে। আগের দুই ম্যাচে জয় হাতছাড়া হলেও লড়াই করেছিল অশ্বিনের দল। কিন্তু আজ বেঙ্গালুরুর কাছে যেন অসহায় আত্মসমর্পণ করল। মাত্র ৮৮ রানেই শেষ হয়ে যায় গেইল-রাহুল-ফিঞ্চদের নিয়ে গড়া ব্যাটিং লাইনাপ। আর জবাবে বেশ সহজেই ১০ উইকেটের বড় জয় তুলে নেয় বেঙ্গালুরু।
এই জয়ে পয়েন্ট টেবিলে বেঙ্গালুরুর অবস্থানের কোনো পরিবর্তন না হলেও, ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঞ্জাব এক ধাক্কায় তিন থেকে নেমে গেছে পাঁচে। ফলে এখন পাঞ্জাবের সমান ১২ পয়েন্ট নিয়েও রান রেটে এগিয়ে থেকে তিনে আছে কলকাতা। চারে রাজস্থান আর ছয়ে মুম্বাই। বেঙ্গালুরু ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আগের অবস্থান সাতেই আছে।
মাত্র ৮৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়েই, কোহলি ও পার্থিবের ব্যাটে টানা দ্বিতীয় জয় পায় বেঙ্গালুরু। কোহলি ২৮ বলে ৬ চার ও ২ ছয়ে ৪৮ রানে অপরাজিত ছিলেন। আর পার্থিব ২২ বল খেলে ৭টি চারের সাহায্যে ৪০ রান করেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন