শিরোনাম

প্রচ্ছদ /   ক্রিকেটে ফেরার অনুমতি পেয়ে গেলেন ব্যানক্রফট

ক্রিকেটে ফেরার অনুমতি পেয়ে গেলেন ব্যানক্রফট

Avatar

মঙ্গলবার, মে ১৫, ২০১৮

প্রিন্ট করুন

দক্ষিণ আফ্রিকা সফরের সময় বল ট্যাম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে নয় মাসের জন্য নিষিদ্ধ হওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট খেলায় ফেরার অনুমতি পেয়েছেন। তবে জাতীয় দলে নয়, তিনি খেলতে পারবেন তার রাজ্য দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার ক্রিকেটে। সাধারণত ক্রিকেট অস্ট্রেলিয়া যদি কোনো ক্রিকেটারকে কোনো কারণে নিষিদ্ধ করে, সেই নিষেধাজ্ঞা প্রযোজ্য হয় রাজ্য পর্যায়েও। সে হিসেবে ক্যামেরন ব্যানক্রফট নিষিদ্ধ হয়ে পড়েছিলেন রাজ্য ক্রিকেটেও।

কিন্তু ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্লাব কর্তৃপক্ষ এক আলোচনার মাধ্যমে বিশেষ বিবেচনায় ব্যানক্রফটকে অনুমতি দিয়েছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ক্রিস্টিনা ম্যাথুস এ বিষয়ে বলেন, ‘ব্যানক্রফটের দল ওয়েলিটন তাকে ফেরানোর ব্যাপারে যে আবেদন করেছিলো, তা অনুমোদন পেয়েছে। ফলে ব্যানক্রফট প্রিমিয়ার ক্রিকেটে খেলতে পারবেন।’

এর আগে, ক্যামেরন ব্যানক্রফট যখন ট্যাম্পারিংয়ে জড়িয়ে আইসিসির জরিমানা গুনেন এবং ক্রিকেট অস্ট্রেলিয়া যখন তাকে নয় মাসের জন্য নিষিদ্ধ করে, তখনও তার জেলা দল ওয়েলিটন তার পাশে দাঁড়ায় এবং সব ধরনের সমর্থনের আশ্বাস দেয়।উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে বল ট্যাম্পারিংয়ে জড়িয়ে পড়েছিলো অস্ট্রেলিয়া। ট্যাম্পারিংয়ের মূল পরিকল্পনা করেন ডেভিড ওয়ার্নার এবং এতে সম্মতি ছিলো অধিনায়ক স্টিভ স্মিথেরও।

এই তিনজনকেই নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্যানক্রফট নয় মাসের নিষেধাজ্ঞা পেলেও ওয়ার্নার ও স্মিথকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। ইতোমধ্যে অবশ্য তারাও আঞ্চলিক ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন