শিরোনাম

প্রচ্ছদ /   আইপিএলে প্লে-অফ-ফাইনালের সময় এগিয়ে আনা হল

আইপিএলে প্লে-অফ-ফাইনালের সময় এগিয়ে আনা হল

Avatar

মঙ্গলবার, মে ১৫, ২০১৮

প্রিন্ট করুন

এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে আইপিএল প্লে-অফ ও ফাইনালের সময়। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হতো আইপিএলের ম্যাচ। এখন তা শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।অবশ্য সময় বদলানো নিয়ে বিভেদ তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই)। এ বিষয়ে আপত্তি জানান বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী।

পরিচালকদের প্রধান বিনোদ রায়কে পাঠানো এক ই-মেইলে তিনি জানান, আইপিএল গভর্নিং কাউন্সিলের সব সদস্যকে না জানিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। তার এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করছি।তিনি প্রশ্ন তোলেন, আইপিএল শুরুর আগে কেন এমন সিদ্ধান্ত নেয়া হল না।

রাত ৮টা ৩০ মিনিটে খেলা শুরুর কারণে বেশিরভাগ ম্যাচ শেষ হচ্ছে রাত ১২টায়। সেই ভাবনা থেকেই সময় এক ঘণ্টা এগিয়ে আনার প্রস্তাব করেন আইপিএলের প্রধান অপারেটিং অফিসার হেমাং আমিন। আইপিএল প্লে-অফ শুরু হবে ২২ মে। মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার। ২৩ মে এলিমিনেটর। ফাইনাল ২৭ মে। ওয়েবসাইট।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন