শিরোনাম

প্রচ্ছদ /   সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন

সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন

Avatar

মঙ্গলবার, মে ১৫, ২০১৮

প্রিন্ট করুন

কেভিন ওব্রায়েন যেন আয়ারল্যান্ডের রেকর্ডে বয়। একের পর এক রেকর্ডে কেভিন ওব্রায়েন নিজেকে নিয়ে গিয়েছেন এক অন্য পর্যায়ে। সেই কেভিন ওব্রায়েনেই ছিলেন আয়ারল্যান্ডের হয়ে বিশ্বকাপে ফার্স্ট সেঞ্চুরিয়ান।এবার টেস্টে করলেন আয়ারল্যান্ডের হয়ে প্রথম সেঞ্চুরি। কেভিনের অসাধারণ সেঞ্চুরিতে ডাবলিন টেস্টে দারুণ ভাবে লড়ে যাচ্ছে আয়ারল্যান্ড।

ফলো অনের পর আগের দিন যে লড়াইয়ের সূচনা করেছিলেন দলের দুই ওপেনার, সেই লড়াইয়ে চতুর্থ দিনেও হাল ছাড়েনি আইরিশরা। সোমবার দিন শেষে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তাদের রান ৭ উইকেটে ৩১৯।

প্রথম ইনিংসের ১৮০ রানের ঘাটতি পুষিয়ে আইরিশরা এখন এগিয়ে ১৩৯ রানে। শেষ দিনে রান তাড়ার কাজটি পাকিস্তানের জন্য সহজ হওয়ার কথা নয় মোটেও!

দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরির করার মাত্র চতুর্থ কীর্তি গড়েছেন কেভিন। যে কৃতিত্ব এর আগে দেখিয়েছিলেন ইতিহাসের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান, জিম্বাবুয়ের প্রথম টেস্টে ডেভ হটন ও বাংলাদেশের অভিষেকে আমিনুল ইসলাম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন