শিরোনাম

প্রচ্ছদ /   পয়েন্ট টেবিল উলট-পালট করে দিল ব্যাঙ্গালুরু

পয়েন্ট টেবিল উলট-পালট করে দিল ব্যাঙ্গালুরু

Avatar

মঙ্গলবার, মে ১৫, ২০১৮

প্রিন্ট করুন

আইপিএল এবার আসর একদম ভিন্ন। শেষ পর্যন্ত না দেখলে বুঝা যাবে না ঠিক কোন দল প্লে অফ খেলবে। পয়েন্ট টেবিল ৩ দিন আগের থেকেই এমন ছিলো। পানাজবের দরকার ছিলো ১টি ম্যাচ জয়। আজকে জিতে গেলেই প্লে অফ নিশ্চিত করতো প্রীতি জিনতার দল।

কিন্তু তা আর হলো না। উলটো কোহলিদের কাছে বড় ব্যবধানে হেরে নেট রান রেট মাইনাসের ঘরে নিয়ে গেল পাঞ্জাব। সোমবার পাঞ্জাবের দেয়া ৮৯ রানের লক্ষ্য তারা ১১.৫ ওভার হাতে রেখেই পেরিয়ে গেছে বেঙ্গালুরু।

ব্যাট হাতে অধিনায়ক ভিরাট কোহলি ৪৮ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেল ৪০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। এর আগে ইন্দোরে টস জিতে পাঞ্জাবকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বেঙ্গালুরু দলপতি ভিরাট কোহলি।

বল হাতে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা। তাদের সাঁড়াশি আক্রমণে ১৫.১ ওভারেই মাত্র ৮৮ রান করে অলআউট হয়ে যায় কিংস ইলেভেন পাঞ্জাব।ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ রান এসেছে অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে। ২১ রান করেছেন ওপেনার লোকেশ রাহুল। আরেক ওপেনার ক্রিস গেইল ফিরেছেন মাত্র ১৮ রান কর। এছাড়া বাকিদের আর কেউ দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেননি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন