বাংলাদেশ দলের পেস অলরাউন্ডারের সংকট সেই অনেক আগের থেকেই। একজন পেস অলরাউন্ডারের যে খুবেই দরকার ছিলো ১৯ বিশ্বকাপের বাউমসি উইকেটে। সেই অভাবটাই পূরণ করতে চান আরিফুল।
বিপিএল থেকে উটেহ আসা আরিফুলের স্বপ্ন এখন বাংলাদেশের একজন নির্ভরযোগ্য পেস অলরাউন্ডার হওয়া। সোমবার এই অলরাউন্ডার মুখোমুখি হয়েছিলেন সংবাদ মাধ্যমের। সেখানে তিনি বলেন, ‘আমার লক্ষ্য হলো জাতীয় দলে থিতু হওয়া। কারণ আমি এখনো থিতু না। আমার যেটা ভূমিকা, সেটা চেষ্টা করব পালনের। হয়তো পরিস্থিতি নির্ভর করবে কোথায় ব্যাট করব, কিভাবে ব্যাট করব। সব সামলেই আসলে আমাকে জাতীয় দলে অলরাউন্ডার হিসেবে পাকাপোক্ত হতে হবে।
আরিফুল আরো বলেন ,’ঘরোয়াতে বোলিং করি, জাতীয় দলে সে সুযোগ এখনো হয়নি। বিপিএলেও ওইভাবে সুযোগ হয়নি। যদি সুযোগ পাই, আমার আগের সব অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করব।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন