২০০৮ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয় রাজস্থান। সেইবার পাকিস্তানী ক্রিকেটারদের হাত ধরেই চ্যাম্পিয়নস হয় রাজস্থান। পাকিস্তানের সোহেল তানভীর ছিলেন সেই আসরের সর্বোচ্চ উইকেট টেকার। ব্যাট হাতে ব্যার্থ ছিলেন না কামরান আকমলরাও।এরপরের আসরেই পাকিস্তানী ক্রিকেটাররা নিষিদ্ধ হলে সেই আসর থেকে রাজস্থান দলে তেমন একটা দেখা যায়নি এশিয়ার খেলোয়াড়দের।
রাজস্থা দলে মূলত বেশিরভাগ দেখা যায় অস্ট্রেলিয়া ,নিউজিল্যান্ড, ইংল্যান্ডের ক্রিকেটারদের।এবারের আইপিএলে অবাক করা ব্যাপার হলেও সত্য যে, আফগানিস্তানের শুধু জহির খান এবংস হ্রীলঙ্কার চামিরা বাদে এশিয়ার অন্য খেলয়াড় চান্স পাননি। এইক্ষেত্রে জহির ইনজুরির কারনে দেশে এবং চামিরা এখনো দলেই সুযোগ পাননি। বিদেশী খেলোয়াড়দের তালিকায় বাটলার, স্টোকস, আর্চার, শর্টসরা নিয়মিত।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন